Job Fair|| আইটিআই পাসদের জন্য চাকরির দারুণ সুযোগ, জব ফেয়ার দিচ্ছে নিয়োগপত্র
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
চাকরির বাজার মন্দা হলেও বর্তমানে কারিগরি শিক্ষা উপর জোর দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দফতরের পক্ষ থেকে একাধিক উদ্যোগ আগেই গ্রহণ করা হয়েছে।
মুর্শিদাবাদঃ চাকরির বাজার মন্দা হলেও বর্তমানে কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দফতরের পক্ষ থেকে একাধিক উদ্যোগ আগেই গ্রহণ করা হয়েছে। এ বার ছাত্রদের আরও সুযোগ করে দিতে বেঙ্গালুরুর একটি বেসরকারি মটর বাইক কোম্পানি এগিয়ে এল, তারা এ বার ক্যাম্পাসিং করার জন্য মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে হাজির।
কান্দি জেমো এলাকায় অবস্থিত এই গ্যাট প্রাইভেট আইটিআই কলেজে ফিটার, ইলেকট্রিসিয়ান ও ওয়েলডার বিভাগের ছাত্রদের জন্য ক্যাম্পাসিং-এর ব্যাবস্থা গ্রহণ করল। দু’দিনএই বেসরকারি আইটিআই কলেজে তারা এগিয়ে এসেছে ছাত্রদের কথা মাথায় রেখে এই ক্যাম্পাসিং সুযোগ করে দিতে। ছাত্রদের প্রশিক্ষণের পরেই তাদের নিজেদের ক্যারিয়ার স্হাপনের জন্য এই বিশেষ ক্যাম্পাসিং-এর ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দৈত্যের মতো ধেয়ে আসছে মোকা, বাংলায় কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? রইল সর্বশেষ পূর্বাভাস
কলেজের চেয়ারম্যান গুরুপ্রসাদ মুখার্জি জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলার কান্দি পিছিয়ে পড়া জেলা। ফলে যারা পাস করেছেন কলেজ থেকে প্রায় ৭০জন পড়ুয়াদের কে আমরা এই ক্যাম্পাসিং-র ব্যবস্থা গ্রহণ করেছি বেসরকারি কোম্পানির সাহায্য। যাতে আমাদের এখানের ছেলেরা পড়াশুনা করে কাজের সুযোগ পান অতি সহজেই।
advertisement
তবে বেসরকারি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, পরপর তিনবছর আমরা এই ক্যাম্পাসিং ব্যবস্থা গ্রহণ করেছি। এ বছর ১৯০০ জনের ভ্যাকেন্সি তৈরী করা হয়েছে। তবে শুধু পুঁথিগত বিদ্যার পাশাপাশি কারিগরী শিক্ষায় ছাত্রদের কে প্রশিক্ষণ দিয়ে এই ক্যাম্পাসিং চাকরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যার বেতন ১৫হাজার টাকার অধিক বলেই জানা গিয়েছে সংস্থার পক্ষ থেকে।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 5:17 PM IST