*আজ সূর্যোদয় হয় ভোর ৫ঃ০৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৬ঃ১২ মিনিটে। সারাদিন উত্তর থেকে দক্ষিনে ৬ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় গরম বাতাস বইবে। সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আজ মাঝারি থেকে অতিরিক্তর মধ্যে থাকবে। গতকালের তুলনায় বায়ুতে কমেছে আর্দ্রতার পরিমাণ, যার সূচক ৫০ শতাংশ। ফাইল ছবি।