Botanical Survey of India Recruitment 2022: বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, দারুণ সুযোগ জানুন
- Published by:Aryama Das
Last Updated:
Botanical Survey of India Recruitment 2022 : প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
সম্প্রতি পরিবেশ ও বন মন্ত্রকের অধীনস্থ বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ৩৩টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
নির্বাচিতদের ইটানগর, শিলং, গ্যাংটক, হাওড়া, কলকাতা, এলাহাবাদ, নয়ডা, দেহরাদুন, যোধপুর, পুণে, হায়দরাবাদ, পোর্ট ব্লেয়ার, কোয়েম্বাতোর এবং সোলানে অবস্থিত আঞ্চলিক /কেন্দ্র প্রতিষ্ঠানে নিয়োগ করা হতে পারে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া |
পদের নাম: | জুনিয়র রিসার্চ ফেলো |
শূন্যপদের সংখ্যা: | ৩৩ |
কাজের স্থান: | ইটানগর, শিলং, গ্যাংটক, হাওড়া, কলকাতা, এলাহাবাদ, নয়ডা, দেহরাদুন, যোধপুর, পুণে, হায়দরাবাদ, পোর্ট ব্লেয়ার, কোয়েম্বাতোর এবং সোলান |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে |
advertisement
শিক্ষাগত যোগ্যতা:
ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বটানিতে ৫৫% নম্বর সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের প্ল্যান্ট ট্যাক্সোনমি বা প্ল্যান্ট সিস্টেমেটিক্সে এবং কম্পিউটারে কাজ করার জ্ঞান থাকতে হবে। নেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।
আবেদন প্রাপ্তির শেষ তারিখ অনুযায়ী জেআরএফের জন্য আবেদনের বয়সসীমা ২৮ বছর, তফসিলি জাতি/তফসিলি উপজাতি/শারীরিকভাবে প্রতিবন্ধী এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে। ওবিসিদের ক্ষেত্রে ৩ বছরের (নন-ক্রিমি লেয়ার প্রার্থী) ছাড় দেওয়া হয়েছে।
advertisement
নিয়োগের সময়সীমা:
জুনিয়র রিসার্চ ফেলোদের প্রাথমিক ভাবে ২ বছরের জন্য নিয়োগ করা হবে, পরে উপযুক্ত মনে হলে তাদের সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে আরও ১ বছরের জন্য নিয়োগ করা হতে পারে।
ফেলোশিপ:
প্রথম দুই বছরের জন্য ৩১,০০০ টাকা এবং তৃতীয় বছরের জন্য ৩৫,০০০ টাকা। এছাড়াও প্রার্থীদের হাউস অ্যালাওয়েন্স দেওয়া হবে।
Location :
First Published :
October 04, 2022 3:53 PM IST