পুজোর মধ্যেই সুখবর! এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে পাওয়া যাচ্ছে ৮.৫% সুদ
Last Updated:
২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এই ব্যাঙ্কের ফেস্টিভ অফারটি চলবে।
ভারতে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। দুর্গা পুজো শেষের মুখে চলে এলেও আসছে দীপাবলি। এই উৎসবের মরশুমের মধ্যেই একটি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়ে দিয়েছে। এই ব্যাঙ্ক ফেস্টিভ্যাল অফার হিসাবে ফিক্সড ডিপোজিটের উপরে চালু করেছে নতুন সুদের হার।
নতুন যুগের ডিজিটাল ফাস্ট ব্যাঙ্ক ইউনিয়ন স্মল ফিনান্স ব্যাঙ্ক লিমিটেড অর্থাৎ ইউনিটি ব্যাঙ্ক লঞ্চ করেছে শগুন ৫০১ অফার। দশেরা এবং দীপাবলির জন্য তাঁরা চালু করেছেন স্পেশাল ফিক্সড ডিপোজিট রিটার্ন। ইউনিয়ন স্মল ফিনান্স ব্যাঙ্ক লিমিটেড শগুন ৫০১ স্কিমের মাধ্যমে তাঁদের গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের উপরে প্রতি বছর ৭.৯০ শতাংশ হারে সুদ দিচ্ছে। বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে প্রতি বছর ফিক্সড ডিপোজিটের সুদের হার ৮.৪০ শতাংশ। ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এই ব্যাঙ্কের ফেস্টিভ অফারটি চলবে। অর্থাৎ যাঁরা এই সময়ের মধ্যে এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট জমা করবেন, তাঁরাই এই হারে সুদ পাবেন।
advertisement
advertisement
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বছর ৪ বার রেপো রেট বাড়িয়েছে। এর ফলে বিভিন্ন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে। বিগত শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আবার রেপো রেট বাড়িয়েছে ৫০ বিপিএস। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্তকে বিভিন্ন ব্যাঙ্ক স্বাগত জানিয়েছে। বিভিন্ন ব্যাঙ্কের মতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট আবার বাড়িয়ে দেওয়ার ফলে অর্থনৈতিক উন্নতি বৃদ্ধি পাবে এবং মুদ্রাস্ফীতির হার অনেকটাই কমবে। বিভিন্ন ব্যাঙ্কের মতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট আবার বাড়ানোর ফলে বিশ্বজুড়ে যে আর্থিক মন্দার সৃষ্টি হয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে।
advertisement
তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নিয়ে ৪ বার রেপো রেট বাড়ানোয় বিভিন্ন ধরনের লোনের ক্ষেত্রে সুদের হার এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। এর মধ্যে ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক লিমিটেড নিয়ে এসেছে তাদের স্পেশাল ফিক্সড ডিপোজিট সুদের হার। এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের ওপর পাওয়া যাচ্ছে আকর্ষণীয় হারে সুদ। ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক লিমিটেড ট্যুইট করে এই খবর জানিয়েছে। ইউনিটি ব্যাঙ্কের এই ফিক্সড ডিপোজিটে ৫০১ দিনের জন্য পাওয়া যাবে বার্ষিক ৭.৯ শতাংশ হারে সুদ। বয়স্ক নাগরিকরা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বার্ষিক ৮.৪ শতাংশ হারে সুদ পাবেন।
advertisement
এছাড়াও ইউনিটি ব্যাঙ্ক তাদের সুদের হারের পরিবর্তন করেছে। এই ব্যাঙ্কে ২ কোটি টাকার বেশি কেলেবল এবং নন-কেলেবল বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে আকর্ষণীয় হারে সুদ পাওয়া যাচ্ছে। এই ব্যাঙ্কে কেলেবল বাল্ক ডিপোজিটের ওপর বার্ষিক ৭ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। অন্য দিকে, নন-কেলেবল ডিপোজিটের ওপর বার্ষিক ৭.২৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে।
advertisement
প্রসঙ্গত, ইউনিটি স্মল ফিনান্স লিমিটেড ব্যাঙ্ক হল একটি শিডিউল কমার্সিয়াল ব্যাঙ্ক। এটি যৌথভাবে চালায় সেন্ট্রাল ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং রেসিলিয়েন্ট ইনোভেশন প্রাইভেট লিমিটেড।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2022 3:09 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পুজোর মধ্যেই সুখবর! এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে পাওয়া যাচ্ছে ৮.৫% সুদ