Exclusive: বড় খবর! বায়োমেট্রিক অ্যাটেনডেন্স, ফেস স্ক্যান, প্রাথমিকের টেট পরীক্ষায় একাধিক নিরাপত্তা
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
সূত্রের খবর বায়োমেট্রিক অ্যাটেনডেন্স-এর মাধ্যমে পরীক্ষার্থীদের ফেস স্ক্যান, সই-এর স্ক্যান করা হবে। অর্থাৎ যাতে পরীক্ষা কেন্দ্রে ভুয়ো পরীক্ষার্থী ঢুকতে না পারে।
#কলকাতা: আগামী ১১ ডিসেম্বর রাজ্য জুড়ে প্রাথমিকের টেট নেওয়া হবে। প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দিতে চলেছেন। আর সেই পরীক্ষাকে কেন্দ্র করে এবার আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রের ঢোকা থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্রের ঘর প্রত্যেকটি জায়গায় নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে চাইছে পর্ষদ। তার জন্য কয়েক কোটি টাকা খরচ করতে চলেছেও প্রাথমিক শিক্ষা পর্ষদ।পর্ষদ সূত্র খবর, পরীক্ষা কেন্দ্রের ভেতরে থাকবে ক্যামেরা দিয়ে রেকর্ডিং-এর ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রের বাইরে থাকবে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স-এর ব্যবস্থা।
সূত্রের খবর বায়োমেট্রিক অ্যাটেনডেন্স-এর মাধ্যমে পরীক্ষার্থীদের ফেস স্ক্যান, সই-এর স্ক্যান করা হবে। অর্থাৎ যাতে পরীক্ষা কেন্দ্রে ভুয়ো পরীক্ষার্থী ঢুকতে না পারে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রেই থাকবে এই ব্যবস্থা। এমনটাই পরিকল্পনা নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে শুধু পরীক্ষা কেন্দ্রের বাইরে নয়, পরীক্ষা কেন্দ্রের ভেতরেও থাকবে ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা।
advertisement
advertisement
আরও পড়ুন: অনুব্রতকে বীরভূমের ‘বাঘ’ বলেছিলেন ফিরহাদ, মুখ খুলে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
অর্থাৎ পরীক্ষা চলাকালীন সিসিটিভি-র নজরদারি হবে বিভিন্ন ঘরে। পরীক্ষা চলাকালীন সময় যাতে কোনও রকম বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য এই পদক্ষেপ নিতে চলেছে পর্ষদ৷ তবে চূড়ান্তভাবে গোটা ব্যাপারটাই অনুমোদিত হবে স্কুল শিক্ষা দফতরের সঙ্গে আলোচনাক্রমে বলেই সূত্র মারফত জানা গিয়েছে।
advertisement
আগামী ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট। ইতিমধ্যেই কী সিলেবাসের ওপর পর্ষদ পরীক্ষা নেবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, মডেল প্রশ্নপত্র এ বার এই প্রথম দিয়ে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে। পাশাপাশি সিলেবাসের ক্ষেত্রেও আনা হয়েছে একাধিক বদল। মোট ১৫০ টি প্রশ্নের উত্তর করতে হবে।
সময় থাকবে ১৫০ মিনিট। থাকবে না কোন নেগেটিভ মার্কিং। ১৫০ নম্বরের প্রশ্ন থাকবে। সাম্প্রতিক সময়-এর নিরিখে এ বছর প্রাথমিকের টেটকে কেন্দ্র করে বিশেষভাবে সতর্ক হতে চাইছে পর্ষদ। তার জন্যই নিরাপত্তা সংক্রান্ত এই পদক্ষেপ বলেই দাবি পর্ষদের আধিকারিকদের।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
First Published :
November 07, 2022 1:34 PM IST