Big Breaking || Job Cancelled Case: বড় খবর! ৩২০০০ চাকরি বাতিলে স্থগিতাদেশ আদালতের! আপাতত বহাল থাকছে চাকরি?

Last Updated:

Big Breaking || Job Cancelled Case: প্রাথমিকে নিয়োগ মামলায় বড় আপডেট। ৩২০০০ চাকরি বাতিলে অন্তর্বতী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত অন্তর্বতী স্থগিতাদেশ বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চের।

৩৬০০০ চাকরি বাতিলের নজিরবিহীন রায়
৩৬০০০ চাকরি বাতিলের নজিরবিহীন রায়
কলকাতা: প্রাথমিকে নিয়োগ মামলায় বড় আপডেট। ৩২০০০ চাকরি বাতিলে অন্তর্বতী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত অন্তর্বতী স্থগিতাদেশ বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চের। ৩ মাসের মধ্যে নিযোগ করার নির্দেশে সময় বাড়লো অগাস্ট পর্যন্ত।
এখনই প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। ততদিন এই ৩২ হাজার শিক্ষক আগের মতোই চাকরি করবেন, এবং বেতন পাবেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ২০১৪ সালের টেট থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ২০১৬ সালের প্যানেলভুক্তদের মধ্যে যাঁদের প্রশিক্ষণ নেই, তাঁদের চাকরি বাতিল হবে। একই সঙ্গে তিনি নির্দেশ দেন, আগামী ৩ মাসের মধ্যে নতুন প্যানেল থেকে নিয়োগ করতে হবে। যে সব শিক্ষকদের চাকরি গিয়েছে, তাঁদেরও নিয়োগ প্রক্রিয়ায় আসতে হবে। ইন্টারভিউ এবং অ্যাপটিচিউড টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় আসতে হবে।
advertisement
শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রথম রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। অর্থাৎ ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আগের মতোই চাকরি করতে পারবেন তাঁরা। কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় রায়ে কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। অন্তর্বর্তী পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, নিয়োগ প্রক্রিয়া হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতোই।
advertisement
উল্লেখ্য, এই ৩২ হাজার শিক্ষক যারা ২০১৬ সালের প্যানেল প্রকাশের সময় অপ্রশিক্ষিত ছিলেন, তাঁদের প্রত্যেককে নিয়োগ প্রক্রিয়ায় আসতে হবে। ইন্টারভিউ এবং অ্যাপটিচিউড টেস্টের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Big Breaking || Job Cancelled Case: বড় খবর! ৩২০০০ চাকরি বাতিলে স্থগিতাদেশ আদালতের! আপাতত বহাল থাকছে চাকরি?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement