সম্প্রতি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল) ওপট্রনিক ডিভাইসেস লিমিটেড (বিইএলওপি)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি তাদের অ্যাভিয়েশন হোসেস ম্যানুফ্যাকচারিং প্রোজেক্টের বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ভারত ইলেকট্রনিক্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৫ জুন, ২০২৩ তারিখ বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
ভারত ইলেকট্রনিক্স রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রসেস ইঞ্জিনিয়ার: ১টি পদ
প্রসেস ইঞ্জিনিয়ার (মেটাল ওয়ার্কিং): ২টি পদ
প্রোগ্রামার/সেট-আপ অপারেটর: ১টি পদ
ল্যাবরেটরি ইঞ্জিনিয়ার: ১টি পদ
কিউএ ইঞ্জিনিয়ার: ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল) |
পদের নাম | প্রসেস ইঞ্জিনিয়ার, প্রসেস ইঞ্জিনিয়ার (মেটাল ওয়ার্কিং), প্রোগ্রামার/সেট-আপ অপারেটর, ল্যাবরেটরি ইঞ্জিনিয়ার, কিউএ ইঞ্জিনিয়ার |
শূন্যপদের সংখ্যা | ৬ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | ইতিমধ্যেই শুরু হয়েছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন এবং অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৫.০৬.২০২৩ |
ভারত ইলেকট্রনিক্স রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের বিই/ বি.টেক (মেকানিক্যাল) ডিগ্রি থাকতে হবে।
প্রসেস ইঞ্জিনিয়ার পদের জন্য ২-৩ বছরের প্রাসঙ্গিক ইন্ডাস্ট্রিয়াল কাজের অভিজ্ঞতা থাকা উচিত।
বাকি পদের জন্য ম্যানুফ্যাকচারিং এবং মেটালওয়ার্কিংয়ে পেশাদার কাজের ২-৩ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
ভারত ইলেকট্রনিক্স রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর। এসসি/এসটি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় ৫ বছর এবং ওবিসি (নন-ক্রিমি লেয়ার) প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় ৩ বছর ছাড় দেওয়া হয়েছে। ন্যূনতম ৪০% অক্ষমতা-সহ পিডব্লিউডি ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ক্ষেত্রেও ৫ বছর ছাড়া রয়েছে।
আরও পড়ুন: ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির অধীনে প্রচুর পদে নিয়োগ! বিশদ জানতে পড়ুন!
ভারত ইলেকট্রনিক্স রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ৩০০০০ টাকা – ১২০০০০ টাকার মধ্যে। যার অর্থ হল বার্ষিক সিটিসি হবে ৯.৪৮ লক্ষ টাকা।
ভারত ইলেকট্রনিক্স রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগ প্রক্রিয়া
শর্টলিস্ট করা প্রার্থীদের লিখিত পরীক্ষা/ ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
আরও পড়ুন: রিজার্ভ ব্যাঙ্কে কাজের দারুণ সুযোগ! হাতছাড়া করবেন না, জানুন কীভাবে আবেদন করবেন
ভারত ইলেকট্রনিক্স রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের ধরন
প্রার্থীদের ফিক্সড টার্ম বেসিসে ৪ বছরের মেয়াদের জন্য নিয়োগ করা হবে।
ভারত ইলেকট্রনিক্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
আবেদনপত্র পূরণ করে সেলফ অ্যাটেস্ট করা জরুরি নথিপত্র-সহ তা নির্ধারিত সময়সীমার মধ্যে পোস্ট/ক্যুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়:
Dy. Manager – HR
BEL Optronic Devices Limited,
EL-30, ’J’ Block, Bhosari Industrial Area,
Pune- 411026.
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bharat electronics limited, Central govt jobs, Job News