Bank of India Recruitment 2022: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১৫০০-র বেশি শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে!
Last Updated:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত আবেদনের জন্য নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।
সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রবেশনারি অফিসার, ক্রেডিট অফিসার, স্ট্যাটিস্টিশিয়ান, রিস্ক ম্যানেজার, সিকিউরিটি অফিসার, এসও, আইটি অফিসার- ডেটা সেন্টার, ক্লার্ক, ইত্যাদি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল একটি ভারতীয় পাবলিক সেক্টর ব্যাঙ্ক এবং এটি ভারতের অন্যতম পুরনো ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম। ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করতে আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে https://www.bankofindia.co.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
advertisement
advertisement
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এখনওপর্যন্ত আবেদনের জন্য নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। তবে প্রতিষ্ঠান মারফত জানানো হয়েছে খুব শীঘ্রই বিভিন্ন পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হবে। প্রার্থীদের অনলাইনেই আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।
এই বিষয়ে আরও বিশদে জানতে প্রতিষ্ঠানের তরফে প্রার্থীদের নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ১৫৯২টিরও বেশি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রবেশনারি অফিসার (আইবিপিএসেরমাধ্যমে)- ৫৩৫টি পদ
ক্রেডিট অফিসার- ৪৮৪টি পদ
স্পেশালিস্ট অফিসার (আইবিপিএসের মাধ্যমে)- এনআর
ইকোনমিস্ট- ২টি পদ
স্ট্যাটিস্টিশিয়ান- ২টি পদ
রিস্ক ম্যানেজার- ২টি পদ
ক্রেডিট অ্যানালিস্ট- ৫৩টি পদ
ক্লার্ক (আইবিপিএসের মাধ্যমে)- ৪৩৮টি পদ
advertisement
সিকিউরিটি অফিসার- ২৫টি পদ
টেক অ্যাপ্রাইজাল- ৯টি পদ
আইটি অফিসার- ডেটা সেন্টার- ৪২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
পদের নাম: | প্রবেশনারি অফিসার, ক্রেডিট অফিসার, স্ট্যাটিস্টিশিয়ান, রিস্ক ম্যানেজার, সিকিউরিটি অফিসার, এসও, আইটি অফিসার- ডেটা সেন্টার, ক্লার্ক সহ অন্যান্য |
শূন্যপদের সংখ্যা: | ১৫৯২ |
কাজের স্থান: | ভারত |
নির্বাচন পদ্ধতি: | অনলাইন পরীক্ষা, জিডি এবং ব্যক্তিগত সাক্ষাৎকার, প্রিলিমিনারি টেস্ট, মেইন ইত্যাদি পরীক্ষা নেওয়া হবে |
আবেদন প্রক্রিয়া শুরু: | এখনো জানানো হয়নি |
শিক্ষাগত যোগ্যতা: | বিভিন্ন ডিসিপ্লিনে ডিগ্রি ও ডিপ্লোমা থাকতে হবে |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | এখনও জানানো হয়নি |
advertisement
আবেদনের যোগ্যতা:
স্ট্যাটিস্টিশিয়ান (এমএমজিএস-২)- সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্সে/ অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে ফুল-টাইম পিজি ডিগ্রি থাকতে হবে
রিস্ক ম্যানেজার (এমএমজিএস-৩)- গ্লোবাল অ্যাসোসিয়েট অফ রিস্ক থেকে রিস্ক ম্যানেজমেন্টে সার্টিফিকেট বা সিএফএ/পিআরআইএমএ সিএ/আইসিডব্লুএ বা ফিনান্সে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে
রিস্ক ম্যানেজার (এমএমজিএস-২)- গ্লোবাল অ্যাসোসিয়েট অফ রিস্ক থেকে রিস্ক ম্যানেজমেন্টে সার্টিফিকেট বা সিএফএ/পিআরআইএমএ সিএ/আইসিডব্লুএ কোর্স থাকতে হবে
advertisement
ইকোনমিস্ট (এমএমজিএস-২)-সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে পিএইচডি ডিগ্রি থাকতে হবে
ক্রেডিট অফিসার (জেএমজিএস-১)- সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও ডিসিপ্লিনে ডিগ্রি সহ এমবিএ/পিজিডিএম/পিজিডিএম/পিজিবিএম/পিজিডিবিএ বা সিএ/আইসিডব্লুএ/সিএস ডিগ্রি থাকতে হবে
এগ্রিকালচারাল ফিল্ড অফিসার- সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার/ হর্টিকালচার/ অ্যানিমেল হাসবেন্ডারি/ ভেটেরিনারি সায়েন্স/ ডেয়ারি সায়েন্স/ ফিসারি সায়েন্স/ পিসিকালচার/ এগ্রিকালচার মার্কেটিং এবং কোপারেশন/ কো-অপারেশন এবং ব্যাঙ্কিং/ অ্যাগ্রো-ফরেস্ট্রি/ ফরেস্ট্রি/ এগ্রিকালচার বায়োটেকনোলজি/ ফুড সায়েন্স/ এগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট/ ফুড টেকনোলজি/ ডেয়ারি টেকনোলজি/ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/ সেরিকালচার ইত্যাদিতে ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে
advertisement
রাজভাষা অধিকারী- সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীদের স্নাতক স্তরে একটি বিষয় হিসাবে ইংরেজি সহ হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
প্রার্থীদের স্নাতক স্তরে একটি বিষয় হিসাবে ইংরেজি এবং হিন্দি সহ সংস্কৃতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে থাকতে হবে
টেক অ্যাপ্রাইজাল (এমএমজিএস-২)- সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যাপ্লিকেশন/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ইলেকট্রনিক্সে ইউজি বা পিজি ডিগ্রি থাকতে হবে
ল অফিসার- সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি সহ বার কাউন্সিলে নাম রেজিস্ট্রেশন করা থাকতে হবে
এইচআর/পার্সোনেল অফিসার- সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পার্সোনেল ম্যানেজমেন্ট/ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস/এইচআর/এইচআরডি/ সোশ্যাল ওয়ার্ক/ লেবার ল-তে দুই বছরের ফুল টাইম স্নাতকোত্তর ডিগ্রি দুই বছরের ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে
প্রবেশনারি অফিসার- সরকার কর্তৃক স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
আইটি অফিসার- যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে সিএসই/ আইটি/ এ এবং ও-তে ন্যূনতম ৬০% নম্বর সহ বিই বা বি.টেক ডিগ্রি বা ন্যূনতম ৬০% নম্বর সহ এমসিএ/এম.এসসি(আইটি) ডিগ্রি থাকতে হবে
আইটি অফিসার- সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স এবং ইন্সট্রুমেন্টেশনে ৪ বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে
ক্লার্ক- কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও স্ট্রিমে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে
ক্রেডিট অ্যানালিস্ট (এসএমজিএস-৪)- সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স/পিজিডিএম-এ এমবিএ ডিগ্রি থাকতে হবে
মার্কেটিং অফিসার- সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং দুই বছরের ফুল-টাইম এমএমএস (মার্কেটিং)/ দুই বছরের ফুল-টাইম এমবিএ (মার্কেটিং)/ দুই বছর ফুল-টাইম পিজিডিবিএ/ পিজিডিবিএম/ পিজিপিএম/ পিজিডিএম এবং মার্কেটিংয়ে স্পেশালাইজেশন থাকতে হবে
বয়সসীমা:
প্রবেশনারি অফিসার (আইবিপিএসেরমাধ্যমে)- ২১-৩০ বছর
ক্রেডিট অফিসার- ২০-৩০ বছর
স্পেশালিস্ট অফিসার (আইবিপিএসের মাধ্যমে)- ২০-৩০ বছর
ইকোনমিস্ট- ২৮-৩৫ বছর
স্ট্যাটিস্টিশিয়ান- ২৮-৩৫ বছর
রিস্ক ম্যানেজার- ২৮-৩৫ বছর
ক্রেডিট অ্যানালিস্ট- ৩০-৩৮ বছর
ক্লার্ক (আইবিপিএসের মাধ্যমে)- ২০-২৮ বছর
সিকিউরিটি অফিসার- ২৫-৪০ বছর
টেক অ্যাপ্রাইজাল- ২৫-৩৫ বছর
আইটি অফিসার- ডেটা সেন্টার- ২০-৩০ বছর
আবেদন ফি:
এসসি/ এসটি/ পিডব্লুডি বিভাগের প্রার্থীদের জন্য ১৭৫ টাকা (শুধুমাত্র ইনটিমেশন চার্জ) এবং অন্যান্য সকল বিভাগের প্রার্থীদের জন্য ৮৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
নির্বাচন পদ্ধতি:
টেক অ্যাপ্রাইজাল, ক্রেডিট অফিসার, ক্রেডিট অ্যানালিস্ট, আইটি অফিসার- ডেটা সেন্টার ইত্যাদি পদে আবেদনকারীদের অনলাইন পরীক্ষা, জিডি এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের ভিত্তিতে নির্বাচন করা হবে।
ক্লার্ক পদে আবেদনকারীদের প্রিলিমিনারি টেস্ট, মেইন, এলপিটি পরীক্ষার মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে।
প্রবেশনারি অফিসার, স্পেশালিস্ট অফিসার পদে আবেদনকারীদের প্রিলিমিনারি টেস্ট, মেইন, ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে।
ইকোনমিস্ট, রিস্ক ম্যানেজার, স্ট্যাটিস্টিশিয়ান পদে আবেদনকারীদের অনলাইন পরীক্ষার মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে।
জিডি ব্যক্তিগত সাক্ষাৎকারের ভিত্তিতে নির্বাচন করা হবে।
অ্যাডমিট কার্ড:
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। পরীক্ষা পরিচালনার ১৫ দিন আগে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের তাঁদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাডমিট কার্ড ২০২২ ডাউনলোড করতে লগইন নম্বর যেমন রেজিস্ট্রেশন নম্বর/রোল নম্বর এবং পাসওয়ার্ড/জন্ম তারিখের প্রয়োজন হবে।
বেতন:
ভারতীয় পাবলিক সেক্টরের ব্যাঙ্কের অন্তর্গত ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপাতত নির্দিষ্ট ভাবে বেতন সংক্রান্ত কোনও তথ্য জানায়নি। তবে নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় বেতন দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ পড়ে দেখতে পারেন।
আবেদন পদ্ধতি:
সবার প্রথমে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://www.bankofindia.co.in
এবারে বিজ্ঞপ্তিতে দেওয়া ‘Click Here for New Registration’ লিঙ্কে ক্লিক করতে হবে
বিভিন্ন প্রয়োজনীয় তথ্য, ছবি, সিগনেচার, বিশদ বিবরণ সহ রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে
রেজিস্ট্রেশন নম্বর সহ প্রার্থীদের আবেদনের জন্য লগ-ইন করতে হবে
আবেদনের ফর্মে উল্লিখিত সমস্ত বিবরণ পূরণ করতে হবে
সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেট আপলোড করতে হবে
এরপর সিকিউরিটি কোড পূরণ করে ফর্মটি সেভ করতে হবে
এরপর প্রার্থীরা একটি প্রভিশনাল রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাবেন
মেসেজের মাধ্যমে ফোন নম্বরে ও ই-মেল আইডিতেই এই একই নম্বর পাবেন
এরপর প্রার্থীদের সাম্প্রতিক রঙিন ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে।
এরপর ভ্যালিডেট অপশনে ক্লিক করে আবেদনপত্রের সমস্ত তথ্য যাচাই করে সাবমিট করতে হবে
অন্যান্য ডকুমেন্টের স্ক্যান করা কপি আপলোড করতে হবে
অনলাইন মোডের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এবং রিসিট গ্রহণ করতে হবে
প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে একটি কপি সংরক্ষণ করে রাখতে পারেন
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://www.bankersadda.com/bank-of-india-recruitment / ক্লিক করতে পারেন।
Location :
First Published :
December 09, 2022 6:11 PM IST