সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রবেশনারি অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে বিপুল কর্মী নিয়োগ, চাকরির জন্য জানুন বিশদে
bankofindia.co.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবেকেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবেRecruitment of Probationary in JMGS-I upon passing Post Graduate Diploma in Banking & Finance(PGDBF) Project No. 2022-23/3 Notice dated 01.02.2023 লেখা লিঙ্কে ক্লিক করতে হবেনাম রেজিস্ট্রেশন করতে হবেআবেদন ফি প্রদান করতে হবেসমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবেআবেদনের ফর্ম জমা দিতে হবেভবিষ্যতে রেফারেন্সের জন্য একটি প্রিন্ট নিয়ে রাখতে হবে
প্রতিষ্ঠানের তরফে মোট ৫০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।৩৫০টি পদ জেনারেল ব্যাঙ্কিং স্ট্রিমে ক্রেডিট অফিসার পদের জন্য এবং ১৫০টি শূন্যপদ স্পেশালিস্ট স্ট্রিমে আইটি অফিসারের পদের জন্য বরাদ্দ করা হয়েছে।
সংস্থা | ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
পদের নাম | প্রবেশনারি অফিসার |
শূন্যপদের সংখ্যা | ৫০০ |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৫.০২.২০২৩ |
পে স্কেল – I (জেএমজিএস I) ৬০০০-১৪৯০/৭-৪৬৪৩০-১৭৪০/২-৪৯৯১০-১৯৯০/৭-৬৩৮৪০।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পিও রিক্রুটমেন্ট ২০২৩: বিশেষ ঘোষণাজেনারেল/ ইডব্লিউএস বিভাগের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন মার্ক ৪০% হবে। এসসি/ এসটি/ ওবিসি/ পিডব্লুডি ক্যাটাগরির প্রার্থীদের জন্য নির্ধারিত ৫% নম্বরের ছাড় দেওয়া হবে। ব্যাঙ্ক তার বিবেচনার ভিত্তিতে ন্যূনতম যোগ্যতার নম্বর পরিবর্তন করতে পারে।
আরও পড়ুন: ইন্ডিয়ান ব্যাঙ্কে স্পেশালিস্ট অফিসার নিয়োগ, জেনে নিন পরীক্ষা দেওয়ার খুঁটিনাটি
প্রার্থীদের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে।
জেনারেল/ ইডব্লুএস/ ওবিসি প্রার্থীদের ৮৫০ টাকা আবেদন ফি দিতে হবে। এসসি/ এসটি/ পিডব্লুডি প্রার্থীদের জন্য আবেদন ফি ১৭৫ টাকা ধার্য করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Jobs, Central govt jobs, Job News