AIIMS Gorakhpur Recruitment 2022: এআইআইএমএস গোরখপুরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর সহ নানা পদে নিয়োগ, জানুন বিশদে
Last Updated:
প্রার্থীরা আগামী ১৯ ডিসেম্বর, ২০২২ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
#নয়াদিল্লি: সম্প্রতি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, গোরখপুরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ফ্যাকাল্টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এআইআইএমএস গোরখপুর রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ১৯ ডিসেম্বর, ২০২২ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement
এআইআইএমএস গোরখপুর রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৯২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রফেসর- ২৮টি পদ
অ্যাডিশনাল প্রফেসর- ২১টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর- ১৮টি পদ
advertisement
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর- ২৫টি পদ
আরও পড়ুন: IPPB Recruitment 2022: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে ম্যানেজার সহ নানা পদে নিয়োগ, জানুন বিশদে
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, গোরখপুর |
পদের নাম | ফ্যাকাল্টি |
শূন্যপদের সংখ্যা | ৯২ |
কাজের স্থান | গোরখপুর |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৯.১২.২০২২ |
advertisement
এআইআইএমএস গোরখপুর রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
প্রফেসর এবং অ্যাডিশনাল প্রফেসর পদের জন্য প্রার্থীদের বয়স ৫৮ বছরের মধ্যে হতে হবে। অ্যাসোসিয়েট ও অ্যাসিস্যান্ট প্রফেসর পদের জন্য প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।
এআইআইএমএস গোরখপুর রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সবার প্রথমে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভাল করে বিজ্ঞাপনটি পড়ে নিতে হবে
advertisement
যে সকল প্রার্থীরা যোগ্যতার মানদণ্ড পূরণ করেছেন এবং আবেদনের জন্য আগ্রহী তাঁরা আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারেন
এরপর প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ আবেদনপত্রটি পূরণ করে প্রতিষ্ঠানের নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে
সম্পূর্ণ আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়, ‘RECRUITMENT CELL (ACADEMIC BLOCK), ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES GORAKHPUR, KUNRAGHAT, GORAKHPUR, UTTAR PRADESH-273008’।
Location :
First Published :
November 07, 2022 4:18 PM IST