Agniveer Recruitment: অগ্নিবীর নিয়োগের র‍্যালিতে সঙ্গে কোন কোন নথি অবশ্যই রাখতে হবে, জানুন

Last Updated:

কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর-সহ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে বেশ কিছু অগ্নিবীর নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী।

অগ্নিবীর নিয়োগের র‍্যালিতে অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ নথি
অগ্নিবীর নিয়োগের র‍্যালিতে অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ নথি
কলকাতা: কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর-সহ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে বেশ কিছু অগ্নিবীর নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে ব্যারাকপুর রেক্রুটিং অফিসের আওতায় থাকা উত্তর ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়া জেলা থেকে। বহরমপুর রিক্রুটিং অফিসের আওতায় থাকা মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলা থেকে। কলকাতার রেক্রুটিং অফিসের আওতায় থাকা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে! এবং শিলিগুড়ির রিক্রুটিং অফিসের আওতায় থাকা জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদহ, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও কোচবিহার জেলা থেকে। যে প্রার্থী যে জেলার জন্য আবেদন করবেন তাকে সেই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।
২০ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। তিন মাসের বেশি পুরনো ফটো হলে চলবে না।
advertisement
ক্লাস এইট, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ডিপ্লোমা বা গ্রাজুয়েশনের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং প্রতিটির দু'কপি প্রত্যয়িত নকল। মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ণদের ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক স্বাক্ষরিত এবং ব্লক এডুকেশন অফিসার বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাউন্টার সিগনেচার-সহ ম্যাট্রিক সার্টিফিকেট ও মার্কশিট এবং সেগুলি দুটি ফোটোকপি। ক্লাস এইটের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অব স্কুলের কাউন্টার সিগনেচার-সহ মার্কশিট এবং সেগুলি দুটি ফোটোকপি।
advertisement
জন্মতারিখের প্রমাণ হিসেবে ডিস্ট্রিক্ট বার্থ রেজিস্ট্রারের কাছ থেকে নেওয়া জন্মতারিখের সার্টিফিকেট ওদুটি ফোটোকপি।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে নেওয়া ডোমিসাইল সার্টিফিকেট ও দুটি ফোটোকপি।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে নেওয়া কাস্ট সার্টিফিকেট ও দুটি ফোটোকপি।
কাস্ট সার্টিফিকেটে প্রার্থীর ধর্মের উল্লেখ না থাকলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এস ডি এম-এর অফিস থেকে নেওয়া রিলিজিয়ন সার্টিফিকেট ও দুটি ফোটোকপি।
advertisement
প্রার্থী শেষ যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেই স্কুল বা কলেজের প্রধানের থেকে নেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট ও দুটি ফোটোকপি।
গ্রাম পঞ্চায়েত প্রধান বা পুরসভার চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া ও গোল সিলমোহরের ছাপ দেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট ও দুটি ফোটোকপি। ৬ মাসের বেশি পুরনো সার্টিফিকেট চলবে না।
২১ বছরের নীচের প্রার্থীদের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত প্রধান বা পুরসভার চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া ও গোল সিলমোহরের ছাপ দেওয়া আনম্যারেড সার্টিফিকেট ও দুটি ফোটোকপি। ৬ মাসের বেশি পুরনো সার্টিফিকেট চলবে না।
advertisement
সমরকর্মী বা প্রাক্তন সমরকর্মী বা যুদ্ধে নিহত সৈনিকের বিধবার ছেলেদের ক্ষেত্রে সংশ্লিষ্ট রেকর্ড অফিস থেকে নেওয়া বোনাফআয়েড সার্টিফিকেট ও দুটি ফোটোকপি। রিলেশনশিপ সার্টিফিকেটে স্বাক্ষরকারীর আর্মি নম্বর র‍্যাঙ্ক ও নামের উল্লেখ করতে হবে।
প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে মূল ডিসচার্জ বুক ও ১০ টাকার স্ট্যাম্প পেপারে নেওয়া এফিডেভিট ও দুটি ফোটোকপি। এফিডেভিটের ফার্স্ট ক্লাস বা এক্সিকিউটিভ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সই থাকতে হবে।
advertisement
এন সি সি সার্টিফিকেট ও দুটি ফোটোকপি।
খেলোয়াড়দের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের থেকে পাওয়া স্পোর্টস সার্টিফিকেট ও তার দুটি ফোটোকপি।
১০ টাকার স্ট্যাম্প পেপারে কোনও নোটারির কাছ থেকে নেওয়া এফিডেভিট ও তার দুটি ফোটোকপি। এফিডেভিটে প্রার্থীর স্বাক্ষর থাকতে হবে।
আধার কার্ড ও প্যানকার্ড এবং সেগুলির দুটি ফোটোকপি।
পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট ও তার দুটি ফোটোকপি।
advertisement
নগরসেবক সার্টিফিকেট ও তার দুটি ফোটোকপি।
মূল সার্টিফিকেট ও নথিপত্রগুলিও সঙ্গে রাখবেন। নির্দিষ্ট দিন সকাল ৬ টার মধ্যে র‍্যালিকেন্দ্রে হাজির থাকতে হবে। প্রয়োজনে ৩-৪ দিন র‍্যালিকেন্দ্রে থাকতে হতে পারে নিজের ব্যবস্থায়। উপযুক্ত প্রস্তুতি নিয়ে যাবেন। উপযুক্ত প্রস্তুতি নিয়ে যাবেন। বয়ান-সহ অন্যান্য যাবতীয় তথ্য পাবেন এই ওয়েবসাইটে: www.joinindianarmy.nic.in
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Agniveer Recruitment: অগ্নিবীর নিয়োগের র‍্যালিতে সঙ্গে কোন কোন নথি অবশ্যই রাখতে হবে, জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement