কলকাতা: রাজ্য সরকার স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। একাধিক শূন্য পদে নিয়োগের জন্য যোগ্য এবং আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের থেকে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময় ও তারিখের মধ্যে যোগাযোগ করুন। পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই ইচ্ছুক প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর রিক্রুটমেন্ট ২০২৩:
পদের নাম:- বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনে ব্লক ডাটা ম্যানেজার ও স্টাফ নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন- অ্যাক্সিস ব্যাঙ্কে চাকরির বাম্পার সুযোগ! জেনে নিন বিস্তারিত
যোগ্যতা:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ব্লক ডাটা ম্যানেজার পদের যোগ্য প্রার্থীদের স্বীকৃত বা জনপ্রিয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার জ্ঞানও থাকতে হবে। অন্যদিকে স্টাফ নার্স পদের জন্য প্রার্থীকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM কোর্স করতে।
বয়সসীমা:- বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনে ব্লক ডাটা ম্যানেজার পদের জন্য প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। স্টাফ নার্স পদের জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন:- বিজ্ঞপ্তি অনুসারে ব্লক ডাটা ম্যানেজার পদের জন্য মাসিক এই পদে বেতন মিলবে ২২০০০ টাকা। স্টাফ নার্স পদের জন্য ৪০,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৫ মার্চ, ২০২৩ তারিখে পর্যন্ত চলবে। সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আবেদন ফি:- SC/ST/PWD প্রার্থীদের জন্য ৫০ টাকা এবং UR/OBC/EWS প্রার্থীদের ১০০ টাকা দিতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।