Job: প্রায় ২০০ পড়ুয়ার সরাসরি চাকরি নামী সংস্থায়! কোন প্রশিক্ষণ থেকে মিলল সফলতা? জেলা প্রশাসনের বড় উদ্যোগ
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীদের জন্য চাকরির সুযোগ করে দিল পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট। শ্রীরামপুরে কানেক্টেড উইথ এপ্লয়ার্স নামে এক শিবির অনুষ্ঠিত হয়।
হুগলি: প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীদের জন্য চাকরির সুযোগ করে দিল পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট। শ্রীরামপুরে কানেক্টেড উইথ এপ্লয়ার্স নামে এক শিবির অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হল চাকরি প্রার্থীদের বিভিন্ন সংস্থায় আবেদনের সুযোগ করে দেওয়া পাশাপাশি সরাসরি ইন্টারভিউ-এর ব্যবস্থা করে দেওয়া।
হুগলির শ্রীরামপুরে ডেনিশ গভর্নর হাউসে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা কর্মসূচির মাধ্যমে আয়োজিত এই শিবিরে প্রায় ২০০ জন চাকরি প্রার্থী এইদিন যোগ দেন। বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ দেওয়া হয় এখানে।
advertisement
advertisement
বেশ কয়েকটি নামী বেসরকারী সংস্থা তাদের প্রয়োজন মত প্রার্থী বাছাই করে। হুগলি জেলা শাসক মুক্তা আর্য, মহকুমাশাসক শম্ভুজিত সরকার-সহ জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
জেলা শাসক জানান, উৎকর্ষ বাংলা এবং আইটিআই থেকে প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা কানেক্টেড উইথ এমপ্লয়ার্স প্রোগ্রামে যোগ দেয়। যোগ্যতা অনুযায়ী তাদের বিভিন্ন সংস্থা ইন্টারভিউ নেওয়া হয়। যারা সফল হবেন তারা চাকরি পাবেন। ফুড, অটোমোবাইল, এইচআর ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন কর্মসংস্থা এসেছে তারা স্কিল অনুযায়ী প্রার্থীদের সিলেক্ট করবেন।
advertisement
আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাওয়ার কথা ভাবছেন? ট্রেনের টিকিটের চিন্তা? বড় সুখবর দিল রেল, এখনই জানুন
যারা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিয়েছেন তারাই এখানে চাকরির সুযোগ পাচ্ছেন। চাকরি প্রার্থীরা জানান, সরকারি চাকরির চেষ্টা করছেন তারা।কিন্তু বাড়িতে বসে না থেকে অভিজ্ঞতা বাড়ানোর জন্য তারা ইন্টারভিউ দিতে এসেছেন। যদি সিলেক্ট হন তাহলে চাকরি করবেন। রাজ্য সরকারের এই উদ্যোগ ভাল বলে জানান তারা।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2024 6:01 PM IST