মাধ্যমিক যোগ্যতায় ৫৪,৯৫৩ পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমা বাড়ল SSC

Last Updated:
#নয়াদিল্লি: আধাসেনা সহ দেশের নিরাপত্তা বাহিনীতে সম্প্রতি বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন ৷ আবেদনের জন্য মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে ৷ গোটা দেশ থেকে বিপুল সাড়া পেয়ে আবেদনের সময়সীমা বাড়াল স্টাফ সিলেকশন কমিশন ৷ ২৪ জুলাইয়ের বদলে এখন ২৮ অগাস্ট অবধি এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন যাত্রীরা ৷
এসএসসি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ৫৫ হাজার জনকে নিয়োগ করা হবে নিরাপত্তাবাহিনীর বিভিন্ন বিভাগে ৷ শুধু পুরুষেরা নয়, আবেদন করতে পারবেন মহিলারাও ৷ ৭,৮৪৬টি পদ সংরক্ষিত রয়েছে মহিলাদের জন্য ৷
সিআরপিএফ-এ খালি রয়েছে প্রায় ২১,৫৬৬টি পদ ৷ এছাড়া বিএসএফ, অসম রাইফেলস, আইটিবিপি, সিআইএসএফ এবং এসএসবি-এর শূন্যপদে নিয়োগ করছে এসএসসি ৷ বেতনক্রম- ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা ৷ তবে বেশ কিছু পদে মাধ্যমিক পাশ ছাড়াও অন্য ডিগ্রি প্রয়োজন ৷ আবেদনের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছর ৷ তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকার নির্ধারিত ছাড় দেওয়া হবে ৷
advertisement
advertisement
আরও পড়ুন 
এছাড়া আবেদনকারীদের নির্দিষ্ট শারীরিক উচ্চতাও থাকতে হবে ৷ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৭০ সেমি ও ছাতির মাপ হতে হবে ৮০ সেমি (ফুলিয়ে ৮৫ সেমি) ৷ মহিলা প্রার্থীদের আবেদনের জন্য উচ্চতা হতে হবে ১৫৭ সেমি ৷
advertisement
প্রার্থীদের লিখিত ও শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে ৷ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী স্তরে শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডেকে পাঠানো হবে ৷
আরও পড়ুন 
অনলাইনে আবেদনের জন্য লগইন করতে হবে- ssc.nic.in-এ ৷ পরীক্ষার ফি হিসেবে এসবিআই চালান বা নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে হবে ১০০ টাকা ৷ মহিলা প্রার্থী ও তপশিলী জাতি-উপজাতিদের ক্ষেত্রে কোনও ফিস লাগবে না ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মাধ্যমিক যোগ্যতায় ৫৪,৯৫৩ পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমা বাড়ল SSC
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement