Tourists Spot: শান্ত নদীর, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য, একদিনের ছুটিতে ঘোরার আদর্শ ঠিকানা জঙ্গলের মাঝের এই মন্দির
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
যারা ঘুরতে যেতে পছন্দ করেন তাদের কাছে বরাবরই নতুন নতুন ডেস্টিনেশন খুব পছন্দেরই হয়। তবে বেশিরভাগ মানুষ সবুজে ঘেরা জঙ্গল কিংবা নদীর পাড় ভালবাসেন। অফিস, পরিবারের চাপ সামলে সপ্তাহান্তে অন্তত একটি দিন ঘুরে আসতে পারেন জঙ্গলমহলের এই জায়গা থেকে।
ঝাড়গ্রাম: যারা ঘুরতে যেতে পছন্দ করেন তাদের কাছে বরাবরই নতুন নতুন ডেস্টিনেশন খুব পছন্দেরই হয়। তবে বেশিরভাগ মানুষ সবুজে ঘেরা জঙ্গল কিংবা নদীর পাড় ভালবাসেন। অফিস, পরিবারের চাপ সামলে সপ্তাহান্তে অন্তত একটি দিন ঘুরে আসতে পারেন জঙ্গলমহলের এই জায়গা থেকে। ঝাড়গ্রাম শহরের অনতি দূরে রয়েছে কনক দুর্গা মন্দির। এখানে স্বাদ পাবেন দূষণ, কোলাহলের বাইরে মুক্ত বাতাসের।
সবুজ, দূষণমুক্ত পরিবেশ, শান্ত নদী বরাবরই আকর্ষণ করে পর্যটকদের। কলকাতা শহরের কাছে ছোট্ট জেলা ঝাড়গ্রাম। খুব পছন্দের জায়গা ভ্রমণপিপাসু মানুষদের কাছে। এই ঝাড়গ্রাম শহরের নানান প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম এই মন্দির।
advertisement
advertisement
কনকদুর্গা মন্দিরের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যেও ভরপুর এই জায়গা। এটি ঝাড়গ্রাম শহর থেকে প্রায় ১৪ কিমি দূরে, শতাব্দী প্রাচীন মন্দিরটি ডুলুং নামে একটি ছোট নদীর পাশে ঘন জঙ্গলে অবস্থিত। ঘন জঙ্গলের মধ্য দিয়ে স্বল্প সময়ের ভ্রমণ একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই মন্দির এবং পর্যটন কেন্দ্রকে বায়োডাইভারসিটি হেরিটেজ সাইট হিসেবে পরিগণিত করা হয়েছে।
advertisement
ঝাড়গ্রাম শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ঘন জঙ্গলের মধ্যে মন্দিরের অবস্থান। মন্দিরকে ঘিরে নানান কাহিনী প্রচলিত থাকলেও সারা বছরই বেশ ভিড় থাকে এই মন্দিরে। চারদিকে সবুজ বন, সরকারিভাবে এবং বনবিভাগের সহযোগিতায় বেশ কয়েক’শ বিরল প্রজাতির ভেষজ উদ্ভিদের বাগান রয়েছে এখানে। মন্দিরের পাশেই রয়েছে থাকার ব্যবস্থা। পাশ দিয়ে বয়ে চলেছে ডুলুং নদী। অফিসের কাজের ক্লান্তি ভুলে সপ্তাহে অন্তত একটি দিন ঘুরে যেতে পারেন জঙ্গলে ঘেরা এই বিশেষ জায়গা থেকে।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2024 4:35 PM IST