Durga Puja 2023: এই পুজোর নেপথ্যে রয়েছে বিরাট ইতিহাস! জানুন ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো সম্পর্কে
- Published by:Suvam Mukherjee
- hyperlocal
- Reported by:RAJU SING
Last Updated:
Durga Puja 2023: ঝাড়গ্রাম জেলায় যতগুলো ঐতিহাসিক দুর্গমন্দির রয়েছে তার মধ্যে এক অন্যতম দূর্গা মন্দির হল ঝাড়গ্রামের মা সাবিত্রীর দুর্গা মন্দির
ঝাড়গ্রাম জেলায় যতগুলো ঐতিহাসিক দুর্গমন্দির রয়েছে তার মধ্যে এক অন্যতম দূর্গা মন্দির হল ঝাড়গ্রামের মা সাবিত্রীর দুর্গা মন্দির। এই মন্দিরের এক বৈশিষ্ট্য রয়েছে দুর্গা পূজার শুরু হয় যেমন পঞ্চমী থেকে ঠিক এখানে একেবারেই ভিন্ন, এখানে পুজো শুরু হয় ছিতা অষ্টমী থেকে যা দুর্গ পুজোর ১৫ দিন আগে থেকে শুরু হয়। এই মন্দির সম্পর্কে জানতে গেলে ঝাড়গ্রামের রাজ পরিবারের কথা উঠে আসে ১৫৯২ খ্রিস্টাব্দে সম্রাট আকবর রাজা আম্বেরের মানসিংকে দায়িত্ব দেন বাংলায় মুঘল সম্রাজ্য বিস্তার করার। রাজা মানসিং জঙ্গল খন্ড নামে যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের শাসকদের পরাস্ত করতে পাঠান সেনাবাহিনীর এক যোদ্ধাকে যার নাম ছিল সর্বেশ্বর সিং চৌহান।
সর্বেশ্বর সিং আম্বেরের রাজা মানসিং এর কথামতো তৎকালীন জঙ্গলখন্ড (বর্তমান ঝাড়গ্রাম) তার রাজা, মাল রাজাকে পরাজিত করে তারপরের থেকেই সর্বেশ্বর সিং চৌহান মল্ল দেব হয়ে ওঠেন। রাজ্য জয় করার পর সর্বেশ্বর সিং চৌহান জঙ্গলখণ্ড তথা ঝাড়গ্রাম থেকে পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কথিত আছে সেই সময়ে রাজা স্বনাদেশ পেয়ে এখানে মন্দির করে স্থাপনা করেন। সেই মন্দিরের নাম দেন মা সাবিত্রী দেবীর মন্দির। এখানে চুলের মুটির উপর গড়ে ওঠা মূর্তিতে পুজো হয় তাই নতুন করে কোনও দুর্গা প্রতিমা বানানো হয় না।
advertisement
advertisement
পুজোর জন্য মা সাবিত্রির পার্শ্ববর্তী জায়গাতে নব ঘট এবং পট দিয়ে দুর্গা পুজো করা হয়। যা এখনো পর্যন্ত রাজ পরিবাররা এই পূজায় অংশগ্রহণ করেন সেই পুরনো জৌলুসে এই পুজো চলে আসছে, ছিতা অষ্টমী থেকে শুরু হয় পুজো মহালয়া থেকে চণ্ডীপাঠ থেকে শুরু করে অন্য ভোগ দশমী তে পাঁঠা বলি ও পাটাবিধা মধ্য দিয়ে পুজো সম্পূর্ণ করা হয়।
advertisement
রাজ আমলের এখনো একটা বিষয় রয়ে গেছে প্রতিবছর পুজোর সময় দশমীতে মাল রাজার পুতুল বানিয়ে আগুন লাগানো হয়। এই পুজোয় দূর দূরান্ত থেকে আশাপূর্ণার্থীরা এখানে জমায়েত করেন যা ঝাড়গ্রামের অন্যতম পুজো হিসেবে এখনো পরিচিত রয়েছে।
advertisement
Raju sing
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2023 5:16 PM IST