Jhargram News: সাত দিন ধরে হাতির তাণ্ডব! মেয়েরা পথে নামতেই তৎপর বন দফতর
- Reported by:Buddhadev Bera
- hyperlocal
- Published by:Sipra Roy
Last Updated:
হাতি তান্ডবে দুর্বিষহ হয়ে উঠেছে জঙ্গল লাগোয়া গ্রামে জীবন। সমস্যা সমাধানের দাবি নিয়ে গ্রামবাসীরা মিছিল করে বিট অফিস ঘেরাও করল কলাবনিতে।
ঝাড়গ্রাম : সাত দিন ধরে গ্রামে তান্ডব চালাচ্ছে হাতির দল। ঘর বাড়ি ভাঙচুরের পাশাপাশি তছনছ করে দিচ্ছে ফসল সহ বাঁশের বাগান। দুর্বিষহ হয়ে উঠেছে জঙ্গল লাগোয়া গ্রামে বসবাস করা। সমস্যা সমাধানের দাবিকে সামনে নিয়ে গ্রামবাসীরা মিছিল করে বিট অফিস ঘেরাও এর মধ্য দিয়ে ডেপুটেশন প্রদান করে । বুধবার দুপুরে ঝাড়গ্রাম থানার অন্তর্গত কলাবনি গ্রামের গ্রামবাসীরা পুরুষ ,মহিলা একত্রিত হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে ঝাড়গ্রাম রেঞ্জের বাঁদরভুলা বিট অফিস ঘেরাও করে। বিট অফিস ঘেরাও এর পর চার দফা দাবিকে সামনে রেখে বিট অফিসারের কাছে ডেপুটেশন প্রদান করে। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিনিয়ত রাত হলেই গ্রামে হানা দিচ্ছে হাতির দল। মাটির ঘর ভেঙে তছনছ করে দিচ্ছে । নষ্ট করে দিচ্ছে ফসল। ভেঙে ফেলছে বাঁশের বাগান। অবিলম্বে হাতির দলকে অন্যত্র সরানোর দাবিকে সামনে রেখেই ডেপুটেশন প্রদান করে গ্রামবাসীরা।
কলাবনি গ্রামের বাসিন্দা জানকীনাথ সরেন বলেন, “সাত দিন ধরে গ্রামে তান্ডব চালাচ্ছে হাতি। মাটির ঘর ভেঙে তছনছ করে দিচ্ছে। ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি নষ্ট করে দিচ্ছে বাঁশের বাগান। বনদফতরকে বহুবার জানিও কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা কলাবনি গ্রামের সমস্ত বাসিন্দা একত্রিত হয়ে মিছিলের আরও পড়ুন:মধ্য দিয়ে হাতি তাড়ানোর দাবিতে বিট অফিসারের কাছে ডেপুটেশন প্রদান করলাম”। জঙ্গলমহলের এখন জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে হাতির সমস্যা। জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে প্রতিনিয়ত খাবারের সন্ধানে হানা দিচ্ছে হাতির দল। মাটির বাড়ি ভাঙচুরের পাশাপাশি তছনছ করে দিচ্ছে ফসল। গ্রামবাসীদের এই বিক্ষোভের পরেই বন দফতর এলাকা পরিদর্শন করে। এখন দেখার কবে এই হাতির পাল গ্রাম থেকে জঙ্গলে ফেরে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বুদ্ধদেব বেরা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 20, 2024 11:31 AM IST









