Viral Video: বাহুবলি চপ ও ঘুগনি-টক জল! ভাইরাল কাকিমার দোকানে ভিড়! কী ঘটছে দেখুন

Last Updated:

Viral Video: কাকিমার হাতে আছে জাদু! সংসার সামলাতে শুরু ব্যবসা! এখন তিনিই সেরার সেরা!

+
title=

জলপাইগুড়ি : সংসারে অভাব থাকলেও ছেলেকে মানুষ করার জন্য হার না মেনে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ঘুগনির ব্যবসা করে সংসার চালিয়ে, ছেলেকে পড়াশোনা করান। জলপাইগুড়ি শহরে আইন কলেজের সামনে এই কাকিমার ঘুগনি সাড়া ফেলে দিয়েছে শহর জুড়ে। তার গ্রাহকেরা সবাই সন্তান সম তাই স্নেহের মশলা দিয়ে তৈরি হয় কাকিমার ঘুগনি, চপ। জানা যায়, স্বামী কোনও দিনই হাল ধরেননি সংসারের। কোলে তখন ফুটফুটে ছোট্ট ছেলে।
অবশেষে নিজেই কোমর বেঁধে নামেন জীবন যুদ্ধে। সেই থেকেই শুরু জলপাইগুড়ি আইন কলেজ সংলগ্ন শিববাড়িতে চপ, ঘুগনির এই ক্ষুদ্র ব্যবসা। কর্মব্যস্ততার ফাঁকেই নিজের জীবন সংগ্রামের কথা বলে গেলেন সদ্য চুলে বয়সের ছাপ ফেলা সবার প্রিয় কাকিমা দীপ্তি মিত্র।সারাদিন যেভাবেই কাটুক না কেন, সন্ধ্যে নামলেই কাকিমার চপ, ঘুগনি দিয়ে সন্ধ্যের খিদে মেটাতে রোজই ছুটে আসেন আট থেকে আশি।
advertisement
advertisement
আরও পড়ুন: 
এদের মধ্যেই এক গ্রাহক দেবব্রত রায়। তিনিও এ শহরে পেশার তাগিদে এসেছেন বছর খানেক হল। তিনি জানান, সাধ্যের মধ্যে পেট ভরা সুস্বাদু খাবার খেতে প্রায়ই চলে আসি কাকিমার কাছে। কাকিমার চপ, ঘুগনির সঙ্গে গরমে পেট ঠান্ডা রাখতে টক জল প্রসঙ্গে জানালেন, শুধু চপ বা ঘুগনি নয়, সঙ্গে টক জলও অনেকটাই কমিয়ে দেয় গরমের জ্বালা যন্ত্রণা । এভাবেই বছরের পর বছর ধরে মা’য়ের মতো স্নেহ আর ভালবাসা দিতে ক্ষুদ্র ব্যবসা করেই নিজ সন্তানকে বড় করছেন এই কাকিমা।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Viral Video: বাহুবলি চপ ও ঘুগনি-টক জল! ভাইরাল কাকিমার দোকানে ভিড়! কী ঘটছে দেখুন
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement