Viral Fish: মশা খেকো মাছ! গপ করে গিলে নিচ্ছে মশা! বাঁচাবে ডেঙ্গি থেকে! জানুন
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Viral Fish: আর ভয় নেই। মশা থেকে বাঁচাবে এই মাছ!
জলপাইগুড়ি: বর্ষা আসতেই প্রকোপ বাড়ে ডেঙ্গি,ম্যালেরিয়ার মতো নানা রোগের। তাই এই সময়টা প্রতি বছরই স্বাস্থ্য দফতর বেশ সতর্ক থাকে। অন্যথা হয়নি এবছরও। মশা খেকো গাপ্পি মাছ চাষ করতে ইতিমিধ্যেই উদ্যোগী হয়েছে জলপাইগুড়ি পৌরসভা। জুন মাস থেকে মা দুর্গার আগমন পর্যন্ত এই সময়টা বরাবরই ভাবিয়ে তোলে স্বাস্থ্য দফতর এবং পৌরসভাকে।
কারণ স্বাস্থ্য দফতরের ভাষায় এই সময়ে ছড়িয়ে পড়ে ভেক্টর বর্নডিজিস (Vector-Borne Disease), যার মধ্যে অন্যতম হল ডেঙ্গি। পরিষ্কার জমা জলে জন্মায় এই রোগের বাহক মশা এডিস। পরবর্তীতে সরাসরি এবং কিছু প্রাণী যার মধ্যে শুয়োর অন্যতম। তাদের ওপর ভর করে শহরে ছড়িয়ে পরে ডেঙ্গি।প্রতি বছরের ন্যায় এবারেও পৌরসভার ২৫টি ওয়ার্ডে ইতিমধ্যেই ডেঙ্গু মশার লার্ভার বাড়বাড়ন্ত আটকাতে জলা জায়গায় গাপ্পি মাছ ছাড়ার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পৌরসভার চেয়ার পার্সন পাপিয়া পাল।
advertisement
advertisement
গাপ্পি মাছের প্রধান খাদ্য মশার লার্ভা। অন্যদিকে, এতদিন এই গাপ্পি মাছের আমদানি করা হত বাইরে থেকে। তবে এবারে জলপাইগুড়িতে রঙিন মাছের চাষের জনক কৃপাণ সরকারের ফার্মেই চাষ করা হচ্ছে এই মাছ। যা মূলত শহরবাসীকে ডেঙ্গির হাত থেকে রক্ষার স্বার্থে পৌরসভার উদ্যোগে নিজেকে সামিল করাই লক্ষ্য বলে জানলেন গাপ্পি মাছের পোনা তৈরির কারিগর কৃপাণ সরকার।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 19, 2023 9:02 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Viral Fish: মশা খেকো মাছ! গপ করে গিলে নিচ্ছে মশা! বাঁচাবে ডেঙ্গি থেকে! জানুন








