হোম /খবর /জলপাইগুড়ি /
আনন্দানুষ্ঠানে উত্তরবঙ্গের দুই পদ্মশ্রী প্রাপকের তুমুল নাচ! ভাইরাল ভিডিও

Jalpaiguri News: আনন্দানুষ্ঠানে উত্তরবঙ্গের দুই পদ্মশ্রী প্রাপকের তুমুল নাচ! ভাইরাল ভিডিও

X
দুই [object Object]

আনন্দানুষ্ঠানে উত্তরবঙ্গের দুই পদ্মশ্রী প্রাপকের তুমুল নাচ! ভাইরাল ভিডিও

  • Local18
  • Last Updated :
  • Share this:

জলপাইগুড়ি: বাংলার তথা জলপাইগুড়ি জেলার গর্ব পদ্মশ্রী করিমুল হকের সঙ্গে সদ্য ঘোষিত আরেক পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায়ের সাক্ষাৎ পর্বে বেশ খোশ মেজাজেই দেখা গেল তাদের। রবিবার রাতে ক্রান্তির ধলাবাড়িতে বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক মানব সেবা সদন হাসপাতালে সাক্ষাৎ হয়েছে তাদের। দুই পদ্মশ্রীকে একসাথে খোশ মেজাজে অনেক বাক্যালাপ করতেও দেখা যায়। পাশাপাশি দুই পদ্মশ্রীকে দেখতে পেয়ে অনেক লোকজনকে সেলফি তুলতেও দেখা যায়। ভিড় জমে যায় সাধারণ মানুষের।

ক্রান্তির ধলাবাড়িতে রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় পদ্মশ্রী করিমুল হক মানব সেবা সদন হাসপাতালের উদ্যোগে ।সেই অনুষ্ঠানে সন্ধায় সদ্য ঘোষিত পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায় মহাশয় করিমুল হকের বাড়িতে এসে উপস্থিত হন। কিচ্ছুক্ষণ পর অনুষ্ঠান মঞ্চে সারেঙ্গা বাজিয়ে মঞ্চ মাতালেন মঙ্গলা কান্ত রায়। উপস্থিত দর্শক ১০২ বছর বয়সী মঙ্গলার এমন সারেঙ্গা বাজনা শুনে রীতিমতো মুগ্ধ ও অবাক হয়ে যান। করতালি দিয়ে উৎসাহিত করতে থাকেন সকলে।

আরও পড়ুন: লাম্পসাম ইনভেস্টমেন্ট কী, কীভাবে কাজ করে? জেনে রাখলে বিনিয়োগে লাভই লাভ!আরও পড়ুন: বেসরকারিকরণে কি এবার ধীরে চলতে চায় সরকার? বাজেট ২০২৩ নিয়ে কী ভাবছেন বিশেষজ্ঞরা?

এমনকি বেতার শিল্পী সায়রা বানুর ভাওয়াইয়া গানের তালে অনুষ্ঠান মঞ্চের পাশে দুই পদ্মশ্রীকে নাচতেও দেখা যায়। ১০২ বছর বয়সেও এমন উৎসাহ দেখে দর্শক হতবাক হয়ে যান। পদ্মশ্রী করিমুল হক মঙ্গলা কান্ত রায়কে ওনার মানব সেবা সদন হাসপাতালে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দিনে মঙ্গলার পাশে থাকার বার্তা দিয়েছেন করিমুল হক।

সুরজিৎ দে

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Jalpaiguri, Padmas Shri, Viral Video