Vegetable Price Hike: বাজারে গেলেই আগুন! লঙ্কা শুধু নয়, এই সব সবজির দাম শুনলে আঁতকে উঠবেন!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Vegetable Price Hike: হুহু করে বাড়ছে দাম। কিছু কিনতে পারবেন না! হাত দেওয়া যাচ্ছে না সবজিতে!
জলপাইগুড়ি : একদিকে চলছে পুলিশি টহলদারি অন্যদিকে সাধারণ মানুষের মাথায় হাত। এভাবে চলতে থাকলে কিভাবে হবে দিন গুজরান? এই নিয়েই কপালে ভাঁজ সাধারণ মানুষের।গত কয়েকদিন ধরেই সবজির দাম আকাশ ছোঁয়া। পটল – ৬০-৮০ টাকা কিলো, ঝিঙে ৫০ টাকা কিলো, কচু ১ পিস ৫০ টাকা, কুমড়ো ৪০ টাকা, বেগুন ৫০/ ৬০ টাকা, আদা ২৫০ – ৩০০ টাকা কিলো, লংকা ২০০ টাকা কিলো, টমাটো ১২০ টাকা কিলো দড়ে বিকোচ্ছে।
আর এর জেরে হেঁসেলে আগুন গৃহস্থের। পকেট সায় দিচ্ছে না মন ভরে বাজার করায়। তাই বাজরের তালিকায় কাটছাঁট করতে হচ্ছে অনেক কিছুই। যদিও বিক্রেতাদের বক্তব্য, বর্ষা কাল। আমদানী কম। তাই দাম বেড়েছে। কিন্তু বিভিন্ন বাজারে চড়া দামে সবজি কিনতে নাভিশ্বাস উঠছে গৃহস্থের।
advertisement
advertisement
অভিযোগ পেয়ে অভিযানে নামে জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। খতিয়ে দেখেন সবজির দাম। কেন এত দাম বেড়েছে সেটাও পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চাইছেন আধিকারিকরা। পাশাপাশি খুচরো ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলছেন অফিসার। জলপাইগুড়ির প্রধান বাজার দিন বাজারে অভিযান চালায় পুলিশ। তা হলে এবার কি দাম কমতে পারে আনাজপাতির? অপেক্ষায় আমজনতা।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2023 8:03 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Vegetable Price Hike: বাজারে গেলেই আগুন! লঙ্কা শুধু নয়, এই সব সবজির দাম শুনলে আঁতকে উঠবেন!