Jalpaiguri News- জেলার গর্বকে সম্মাননা দিতে স্বাধীনতা সংগ্রামী মোহিত মৈত্রের নামে মূর্তি স্থাপন হবে জলপাইগুড়ির মোহিতনগরে
Last Updated:
স্বাধীনতার পর জলপাইগুড়ি শহরের সন্নিকটে উদ্বাস্তু পুনর্বাসনের লক্ষ্যে স্বাধীনতা সংগ্রামী মোহিত মৈত্রের নাম অনুযায়ী তৈরী হয় মোহিতনগর কলোনি।
#জলপাইগুড়ি- স্বাধীনতার পর জলপাইগুড়ি শহরের সন্নিকটে উদ্বাস্তু পুনর্বাসনের লক্ষ্যে স্বাধীনতা সংগ্রামী মোহিত মৈত্রের নাম অনুযায়ী তৈরি হয় মোহিতনগর কলোনি। যদিও স্বাধীনতা সংগ্রামী মোহিত মৈত্রের সম্পর্কে তেমন কোন তথ্য আজও বাংলা ভাষাতে লিপিবদ্ধ হয়নি।
মোহিতনগর কলোনি স্থাপনের পর থেকে আজ পর্যন্ত তার অনেক পরিবর্তন হয়েছে। বেড়েছে বসতির সংখ্যা। মহাসড়ক, কারখানা, রেল স্টেশন, চা বাগান ইত্যাদির ফলে সামাজিক অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। জেলার তথা দেশের গর্ব এই মহান ব্যক্তির নামে এবার তাই মূর্তি বসানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। বহু ইতিহাসের সাক্ষী এই মোহিত নগর-এলাকার পঞ্চায়েত সঞ্জিত কর্মকার বলেন, মোহিতনগর যার নামে; সেই মোহিত মৈত্রের মূর্তি স্থাপন করা হবে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে উল্লেখ্য, বহু বছর পেরিয়ে গেলেও আজ অবধি যেন চর্চার আড়ালেই জলপাইগুড়িবাসী রেখেছে তাঁকে। এই প্রসঙ্গে গবেষক ও এই অঞ্চলের কৃতী ব্যক্তিত্ব কৌস্তুভ বাগচী বলেন, "মোহিত মৈত্রের সম্পর্কে বিশদে তথ্য স্বতন্ত্র বীর বিনায়ক দামোদর সাভারকর লিখেছিলেন। এ ছাড়া বাংলা ভাষায় তাঁর খুব একটা চর্চা দেখা যায় না। ভারতের অগ্রগতির সাথে সাথে এগিয়ে গিয়েছে মোহিত নগরও। কিন্তু মোহিত মৈত্রকে ভুলে কিছু নয়, তাঁকে নিয়েই এগোতে হবে জেলাকে।"
advertisement
তিনি আরও বলেন, "এত বড় একজন বীর যোদ্ধার কোনো অস্তিত্বই রাখেনি বাঙালী বা জলপাইগুড়িবাসী। সাভারকারের জন্মদিনই মোহিত মৈত্রের মৃত্যুদিন কাকতালীয়ভাবে। সাভারকারের লেখা থেকে জানা যায়, তিনি দার্জিলিঙ, জলপাইগুড়িতে এসেছিলেন। এই ইতিহাস পুনরুদ্ধার হওয়া দরকার। প্রয়োজন সাভারকারের লেখার অনুবাদ হোক।" স্থানীয় স্তরে প্রশাসন বা সরকার যদি উদ্যোগ নেয় তবে মোহিত মৈত্রের সম্পর্কে অনেক অজানা তথ্য প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি জানান।
advertisement
Geetasree Mukherjee
Location :
First Published :
May 30, 2022 10:53 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News- জেলার গর্বকে সম্মাননা দিতে স্বাধীনতা সংগ্রামী মোহিত মৈত্রের নামে মূর্তি স্থাপন হবে জলপাইগুড়ির মোহিতনগরে