Jalpaiguri News: রাঙা আলুতেই লুকিয়ে রয়েছে অনেক রোগের প্রতিষেধক! আজ থেকেই জুড়ে নিন খাবারের তালিকায়

Last Updated:

জলপাইগুড়ির আলু চাষে ধূপগুড়ি ব্লকের সুনাম রয়েছে সমগ্র উত্তরবঙ্গে।

+
রাঙা

রাঙা আলুর জমি

#জলপাইগুড়ির: জলপাইগুড়ির আলু চাষে ধূপগুড়ি ব্লকের সুনাম রয়েছে সমগ্র উত্তরবঙ্গে। প্রতিবছরই এই ব্লকের প্রায় ৭০ শতাংশ কৃষি জমিতে আলু চাষ করেন। কিন্তু দিনের পর দিন আলু চাষে খরচের পরিমাণ বেড়েছে অত্যাধিক । এমনকী প্রচুর পরিমাণে আলু চাষ হওয়ায় বাজারে আলুর দাম কমে যায়। সেজন্য বিকল্প চাষের দিকে ঝুঁকছেন অনেক কৃষকই।
আরও পড়ুন: চোখ কেন ঢাকা? ভিড়ের মধ্যেও ছোট্ট মেয়েকে দেখেই এগিয়ে গেলেন অভিষেক, মিলল চিকিৎসার আশ্বাস
ধূপগুড়ি ব্লকের উত্তর কাঠলিয়া এলাকার কৃষকরা বর্তমানে মিষ্টি আলু চাষ করছেন। বাজারে চাহিদার তুলনায় এই ব্লকে মিষ্টি আলুর জোগান কম হওয়ায় লাভের আশায় অনেক কৃষক এবছর চাষ করছেন মিষ্টি আলুর। মূলত আশ্বিন মাস থেকে শুরু করা হয় জমি প্রস্তুতি ও বীজ রোপণ। এরপর ঠিকমতো পরিচর্যা করতে পারলেই প্রায় চার মাসের মধ্যেই বাজারে বিক্রি যোগ্য হয়ে ওঠে মিষ্টি আলু। মিষ্টি আলু চাষ করে প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ লাভ হতে পারে বলেই আশাবাদী কৃষকরা।
advertisement
advertisement
মিষ্টি আলু বা রাঙা আলু চাষী বিভুতি রায় জানিয়েছেন, বাজারে আলুর আমদানি বেশি থাকে তাই আলু চাষ অতটা লাভজনক হয় না। লাভের আশায় ৫ বিঘা জমিতে মিষ্টি আলুর চাষ করেছি।আশা করছি ঠিকমতো ফলন হলে প্রায় ৫০ শতাংশ লাভ হবে। এমনিতে আলু রয়েছে সেই আলু সঙ্গে পাল্লা দিয় যাচ্ছি আলু এখন । প্রতিবছরই আমরা এই আলু চাষাবাদ করে থাকি। এই রাজ্যের সঙ্গে অন্য রাজ্য পাড়ি দিচ্ছে জলপাইগুড়ির ধূপগুড়ির মিষ্টি আলু। করোনা কালের জন্য দু'বছর তেমন ভাবেই আলু চাষাবাদ করা হয়নি এ বছর পুনরায় আবার ফিরে এসেছে আগের ছন্দে। আমাদের এই এলাকায় পুরো আলুর এই আলু চাষের উপর নির্ভরশীল প্রায় ২৫টি পরিবার। এই আলুর গুণাগুণ অনেক। এই আলুতে রয়েছে ক্যান্সারের প্রতিষেধক। তাই খাবারের তালিকায় আজ থেকেই জুড়ে দিন এই আলু।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: রাঙা আলুতেই লুকিয়ে রয়েছে অনেক রোগের প্রতিষেধক! আজ থেকেই জুড়ে নিন খাবারের তালিকায়
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement