Jalpaiguri News: গন্ডার শাবকের মৃত্যুতে কাঠগড়ায় বন বিভাগের চিকিৎসা পরিকাঠামো
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
গরুমারা জাতীয় উদ্যানে গন্ডার শাবকের মৃত্যুতে বন দফতরের চিকিৎসা পরিকাঠামো নিয়ে প্রশ্ন, ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা
জলপাইগুড়ি: সব চেষ্টা ব্যর্থ। খরস্রোতা জলঢাকা নদীতে ভেসে যাওয়া গন্ডার শাবককে উদ্ধার করলেও শেষ পর্যন্ত তার প্রাণ বাঁচানো গেল না। এই ঘটনায় গরুমারায় বন দফতরের চিকিৎসা পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে। পরিবেশপ্রেমীরা গোটা ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ।
বৃহস্পতিবার বিকেলে গরুমারার সাউথ রেঞ্জে জলঢাকা নদীর গা ঘেঁসে থাকা জঙ্গলে মায়ের সঙ্গে ঘাস খাচ্ছিল গন্ডার শাবকটি। সেই সময়ই হটাৎ নদীতে পরে যায় সে। স্থানীয়দের চিৎকারে ছুটে আসে বন বিভাগের টহলরত কর্মীরা। তাঁরা গন্ডার শাবকটিকে ভেসে যেতে দেখেই নিজেদের জীবনের পরোয়া না করে খরস্রোতা নদীতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করেছিলেন। এরপর খুনিয়া বন্যপ্রাণ শাখায় উদ্ধার হওয়া ওই গন্ডার শবকটির চিকিৎসা শুরু হয়। কিন্তু তাদের শেষ রক্ষা হল না। রবিবার তার মৃত্যুর কথা জানায় বন দফতর।
advertisement
advertisement
এদিকে এই গন্ডার শাবকের মৃত্যুর সঙ্গে সঙ্গেই গরুমারা জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা কমে গেল একটি। এই ঘটনা প্রসঙ্গে লাটাগুড়ির পরিবেশ আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী অনির্বাণ মজুমদার ক্ষোভ প্রকাশ করে বলেন, এইভাবে বন্য প্রাণের মৃত্যুর জন্য দায়ী বন বিভাগের পরিকাঠামো। গরুমারা, জলদাপাড়া, সহ উত্তরবঙ্গের বিভিন্ন সংরক্ষিত পার্ক, সাংচুয়ারিগুলোতে কোনও পশু চিকিৎসক নেই। আমরা এই বিষয়ে বার বার বন দফতরের দৃষ্টি আকর্ষণ করলেও কাজের কাজ কিছু হয়নি। আর তাই আজ ওই গন্ডার শাবকটির মৃত্যু হল।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2023 3:14 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: গন্ডার শাবকের মৃত্যুতে কাঠগড়ায় বন বিভাগের চিকিৎসা পরিকাঠামো