Gamchha in Fashion: পুজোয় বঙ্গনারীর অঙ্গে ‘গামছা শাড়ি’, আশার আলো দেখছে ক্ষয়িষ্ণু শিল্প

Last Updated:

Gamchha in Fashion: শুধু শাড়িই নয়, শাড়ির পেছনে জড়িয়ে রয়েছে জীবন জীবিকার নানা গল্পও

+
গামছা

গামছা শাড়ি

জলপাইগুড়ি: আকাশে ভাসছে শরতের পেঁজা তুলোর মতো মেঘ। মায়ের আগমনের দিন গুনছে বাঙালি। পঞ্চমী থেকে দশমী পুজোর দিন গুলোতে বাঙালি নারীদের কাছে অন্যতম আকর্ষণ শাড়ি। হাজার হোক শাড়িতেই যে নারী বড্ড সুন্দর। সেই কথা মাথায় রেখেই শহর জলপাইগুড়ির বুটিক সংস্থা নারীশক্তির পক্ষ থেকে দুর্গা পূজোর কথা মাথায় রেখে এবার শহরবাসীর জন্য বিভিন্ন ধরনের শাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে বুটিকের সকল সদস্য।
তবে শুধু শাড়িই নয়, শাড়ির পেছনে জড়িয়ে রয়েছে জীবন জীবিকার নানা গল্পও। বর্তমানে আধুনিক তোয়ালের দাপটে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে গামছা শিল্প। সেসব শিল্পীদের রোজগারের পথ সুগম করতে, গামছাকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে বিভিন্ন শাড়ির নকশা। এবার পুজোর আকর্ষণ “গামছা শাড়ি “। এখন এই শাড়িই হতে চলেছে পুজোর স্টাইল স্টেটমেন্ট।
advertisement
advertisement
জলপাইগুড়ি শহরের বাজারে তাদের এই বুটিকগুলিতে বিভিন্ন নকশা করা কানের দুল বিভিন্ন ধরনের ব্যাগ এবং রকমারি হাতের কাজও রয়েছে গামছাকে ঘিরেই। এগুলি বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে সকলের কাছে। এই প্রসঙ্গে গামছা শাড়ির আসরের উদ্যোক্তা দেবশ্রী ভট্টাচার্য বলেন, ‘‘এক দিকে যেমন নতুনত্ব রয়েছে এই গামছা শাড়ির নকশায়, পাশাপাশি এর মধ্যে দিয়ে যদি সামান্য কিছুটা সাহায্য হয় ক্ষয়িষ্ণু গামছা শিল্পের-এটাই আমাদের লক্ষ্য।
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Gamchha in Fashion: পুজোয় বঙ্গনারীর অঙ্গে ‘গামছা শাড়ি’, আশার আলো দেখছে ক্ষয়িষ্ণু শিল্প
Next Article
advertisement
Monthly Horoscope November 2025: রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল নভেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement