দোকানের ঝাঁপ খুলতেই বিপত্তি, ফণা তুলে ছোবল দিতে প্রস্তুত গোখরো!

Last Updated:

Jalpaiguri News: দোকানের ঝাঁপ খুলতেই বিপত্তি, খরিদ্দার নয়, এ কে দাঁড়িয়ে।

দোকানের ঝাঁপ খুলতেই, ছোবল দিতে প্রস্তুত গোখরো
দোকানের ঝাঁপ খুলতেই, ছোবল দিতে প্রস্তুত গোখরো
#জলপাইগুড়ি: দোকানের ঝাঁপ খুলতেই বিপত্তি, খরিদ্দার নয়, জ্যান্ত গোখরো ফণা উঁচিয়ে ছোবল দিতে প্রস্তুত।মঙ্গলবার অন্যান্য দিনের মতোই জলপাইগুড়ি পাহাড়পুর মোড় সংলগ্ন পেট্রোল পাম্পের পাশেই নিজের দোকান খুলতে যান প্রল্লাদ মজুমদার। সবে চাবি ঘুরিয়ে দোকানের শাটার তুলেছেন, আর তাতেই প্রায় অজ্ঞান হবার জোগাড়, কারণ রীতিমতো ফনা তুলে ছোবল দিতে প্রস্তুত এক বিশালকার গোখরো সাপ।!কোনও ক্রমে দ্রুত নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে প্রাণে বাঁচেন। ঘটনায় আতঙ্ক এলাকায়। তারপরই এই খবর যায় গরুমারার বনদফতরের কাছে।
এর পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গরুমারা ওয়াইল্ড লাইফ স্কোয়াড এর বন রক্ষী সৌভিক মন্ডল। তবে সাপটি নিজেকে শাটারের মধ্যে লুকিয়ে ফেলায় বেশ কিছুটা বেগ পেতে হয় উদ্ধার করতে বলে জানান সৌভিক বাবু। বেশ খানিক ক্ষণ চেষ্টা চালিয়ে অবশেষে বিষাক্ত গোখরো সাপকে উদ্ধার করেন সৌভিকবাবু। এর পর সেটিকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বন দফতরের তরফে।
advertisement
advertisement
প্রসঙ্গত, কয়েকদিন আগেই নাগরাকাটা ব্লকের নয়াসাইলি চাবাগান থেকে একটি বিশাল অজগর সাপ উদ্ধার হয়। এর পরও একাধিক সাপ ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বের হয়।এই প্রসঙ্গে উল্লেখ্য, কিছুদিন ধরেই জলপাইগুড়ি ও পার্শ্ববর্তী এলাকা থেকে একাধিক পাইথন ও অনান্য সরীসৃপ উদ্ধার হয়েই চলেছে। নগরায়ণের ফলে জঙ্গল কেটে ফেলা হচ্ছে। ফলে বন্যপ্রানীরা ছুটে আসছে বসতি স্থানে।এর আগে জলপাইগুড়ি শহর থেকেই এক মাসের মধ্যে একের পর এক অজগর উদ্ধার করা হয়েছে।
advertisement
কখনও ঝোপে, কখনও ডোবায় কখনও বা মাছ ধরার জালে, অফিসে, স্কুলের ক্লাসরুমে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে এই সাপগুলিকে। প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হয়েই এমন অবস্থা বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। বারবার কখনো শহরের মধ্যে কখনো বাইরে এভাবেই দিনে রাতে ছুটে আসছে বন্যপ্রানীরা। ক্রমশ, বাস্তুতন্ত্র নষ্ট হবার ফলেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে পরিবেশপ্রেমীদের তরফে জানা গিয়েছে।
advertisement
গীতশ্রী মুখোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
দোকানের ঝাঁপ খুলতেই বিপত্তি, ফণা তুলে ছোবল দিতে প্রস্তুত গোখরো!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement