Jalpaiguri: বেহাল নিকাশি ব্যবস্থা হরিজন বস্তিতে! চরম সমস্যায় মানুষ

Last Updated:

জলপাইগুড়ি পুর এলাকার ১২নম্বর ওয়ার্ডের হরিজন বস্তিতে বেহাল রয়েছে নিকাশি ব্যবস্থা।

+
title=

#জলপাইগুড়িঃ জলপাইগুড়ি পুর এলাকার ১২নম্বর ওয়ার্ডের হরিজন বস্তিতে বেহাল রয়েছে নিকাশি ব্যবস্থা। সমস্যায় প্রায় হাজার দু'য়েক বাসিন্দা।জলপাইগুড়ির অন্যতম প্রাচীন এই বস্তিতে দীর্ঘদিন ধরে নিকাশি নালার কোনো সংস্কার হয়নি বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। বর্ষাকালে এলাকার নর্দমা গুলিতে জল জমে ঘরের ভেতর জল ঢুকে যায়। একটিও নর্দমা প্রায় সঠিকভাবে কাজ করেনা এমনটাই অভিযোগ। ড্রেন গুলি কোথাও গিয়ে রাস্তার সাথে মিশে গেছে কোথাও হয়তো আবর্জনায় অবরুদ্ধ হয়ে গিয়েছে।
 
 
advertisement
এলাকাটি ঘিঞ্জি হওয়ার কারণে প্রচুর পরিবার তাদের প্রত্যেক দিনের ময়লা-আবর্জনা ফেলেন এখানে। অন্যদিকে দীর্ঘদিন ধরে ড্রেনগুলো সংস্কার না হওয়ার কারণে সঠিকভাবে কাজ করে না ড্রেনগুলি বলেও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন। অন্যদিকে এই এলাকাতে দেখা যায়,কোথাও কোথাও অবৈধভাবে নির্মাণ হয়েছে বাড়ি বা দোকান ঘর। অবৈধ নির্মাণের জন্য এলাকার নকশা পালটে অনেক ড্রেনের আকারে ছোট হয়ে গিয়েছে সেগুলো পরিষ্কার করা সম্ভব নয় এমনটা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে।
advertisement
 
এদিকে নালাগুলির জলবদ্ধতার ফলে সমস্যার মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। জমা জল থেকে ওই এলাকায় ডেঙ্গু হবার সম্ভবনাও প্রবল। কবে সমস্যার সুরাহা হয় সেটাই এখন অপেক্ষার। এলাকার কাউন্সিলর মনীন্দ্র নাথ বর্মণ বলেন, অত্যন্ত ঘিঞ্জি এই এলাকা। ড্রেনগুলিও নানা নির্মাণে সংকীর্ণ। তাই এমন অবস্থা।বিষয়টি পুরসভা অবশ্যই দেখবে।তবে এলাকার বাসিন্দারা যে এই মুহুর্তে তীব্র সমস্যায় রয়েছেন একথা বলতেই হয়।
advertisement
 
 
 
Geetashree Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: বেহাল নিকাশি ব্যবস্থা হরিজন বস্তিতে! চরম সমস্যায় মানুষ
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement