Jalpaiguri News: বিয়ে বাড়িতে এসে মর্মান্তিক পরিনতি! পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার

Last Updated:

এসেছিলেন বোনের বিয়েতে। আর বিয়েতে আনন্দ করতে এসে কার্যত প্রাণটাই যে চলে যাবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কেউই। বুধবার সন্ধ্যা দুই দেওরের সাথে বাইকে চড়ে বেরিয়েছিলেন শিলা কর্মকার (৩০)। বেড়াতে গিয়েছিলেন মালবাজার ব্লকের ডামডিমের বৌদ্ধদের গুমফাতে।

#জলপাইগুড়ি : এসেছিলেন বোনের বিয়েতে। আর বিয়েতে আনন্দ করতে এসে কার্যত প্রাণটাই যে চলে যাবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কেউই। বুধবার সন্ধ্যা দুই দেওরের সাথে বাইকে চড়ে বেরিয়েছিলেন শিলা কর্মকার (৩০)। বেড়াতে গিয়েছিলেন মালবাজার ব্লকের ডামডিমের বৌদ্ধদের গুমফাতে। আর সেই বৌদ্ধদের গুমফা ঘুরে বাড়ি ফিরবার পথে হঠাৎই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। কাঁচা রাস্তায় বাক নিতে গিয়ে বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে বাইকে থাকা বৌদি ও দাদাকে নিয়ে উল্টে পড়েন বাইক চালক। আর ঘটনাস্থলে মৃত্যু হয় বৌদি শিলা কর্মকারের।
বিয়ে বাড়িতে মর্মান্তিক দুর্ঘটনার খবর পৌঁছতেই কার্যত নেমে আসে শোকের ছায়া। বাইক চালক ও সঙ্গে থাকা আরও এক ভাই আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসার পর মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার অধীন সাকাটি বিএসএফ ক্যাম্প এলাকার বাসিন্দা সঞ্জয় কর্মকার তার স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে নীচ চালসায় থাকা আত্মীয়ের বাড়িতে বিয়ে উপলক্ষে এসেছিলেন।
advertisement
advertisement
স্ত্রীকে হারিয়ে কার্যত তিনি বাকরুদ্ধ। মালবাজার থানায় দাঁড়িয়ে সঞ্জীব বাবু বলেন, "আমার পিসতোতো দুই ভাইয়ের সাথে স্ত্রী বেড়াতে গিয়েছিলেন। আর সেই বেড়াতে যাওয়াই যে কাল হবে তা বুঝতে পারিনি"। আর দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার থানার পুলিশ। দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহ এবং দুর্ঘটনাগ্রস্থ বাইক উদ্ধার করে নিয়ে আসে।
advertisement
Surajit Dey
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বিয়ে বাড়িতে এসে মর্মান্তিক পরিনতি! পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement