Awareness against Drugs- মাদক ও প্রতারণার বিরুদ্ধে রেল পুলিশের অভিযান, সচেতন করা হল ‌যাত্রীদের

Last Updated:

ট্রেনের মধ্যে মাদক ব‍্যবহার ও প্রতারকদের থেকে সাবধান থাকার জন্য রেল যাত্রীদের সচেতন করতে জলপাইগুড়ি স্টেশনে প্রচার চালাচ্ছে রেল পুলিশ।

+
রেলের 

রেলের  উদ্যোগে জলপাইগুড়িতে প্রচার চলছে

#জলপাইগুড়ি- ট্রেনের মধ্যে মাদক ব‍্যবহার ও প্রতারকদের থেকে সাবধান থাকার জন্য রেল যাত্রীদের সচেতন করতে টাউন স্টেশনে প্রচার চালাচ্ছে রেল পুলিশ। তবে কেবল একটি বা দুটি স্টেশনেই নয়, সমস্ত স্টেশনে এই অভিযান চলবে বলে রেল পুলিশ সূত্রে খবর।
অন্যান্য দিনের থেকে এদিন জলপাইগুড়ি টাউন স্টেশনের ছবিটা ছিল একটু আলাদা। জনবহুল ব্যস্ত সময়ে স্টেশনে যখন দৌড়োদৌড়ি করছে সাধারণ মানুষ, তখনই রীতিমতো ব‍্যানার হাতে নিয়ে র‍্যালি করতে নেমে পড়েছে আর.পি.এফ-এর অফিসারেরা। যে কোনো ধরনের মাদক, যাত্রীরা যাতে ট্রেন বা রেলচত্ত্বরে ব্যবহার না করেন সে বিষয়ে সচেতন করা হচ্ছে। পাশাপাশি কোনো অজানা ব্যক্তির কাছ থেকে খাবার বা অন্য জিনিস না নেওয়ার সচেতনতার বার্তাও দিচ্ছেন তারা। এই সচেতনতা প্রচারের কর্মসূচীতে হাজির হয়েছেন জলপাইগুড়ি টাউন স্টেশনে অবস্থিত রেল পুলিশের কর্মী‌রাও। ট্রেন থেকে মানুষ নেমে আসলেই তারা হাতে কলমে ধরে ধরে শেখাচ্ছেন সচেতনতার বিধি।
advertisement
advertisement
জলপাইগুড়ি টাউন স্টেশনে এদিন সচেতনতা প্রচারের এই অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন রেল পুলিশের আধিকারিক বিশ্বনাথ মারডি। তিনি বলেন, নিত্য‌দিন‌ই ট্রেনের মধ্যে বিভিন্ন ঘটনার খবর পাওয়া যায়। এজন্য ট্রেনের যাত্রীদের আর‌ও বেশি করে সচেতন করতে এই প্রচার চালানো হচ্ছে। কোনও যাত্রী যাতে ট্রেনের মধ্যে মাদকদ্রব্য ব‍্যবহার না করেন, পাশাপাশি প্রতারকদের থেকে সাবধান থাকার জন্যেও রেল যাত্রীদের সচেতন করতে রেল পুলিশের পক্ষ থেকে এই প্রচার চালানো হচ্ছে। সাধারণ মানুষ, নিত্যযাত্রীকে সরাসরি বোঝানো হচ্ছে কি করনীয় নয়। সাড়াও মিলছে। 
advertisement
অন্যদিকে, রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। স্থানীয় এক বাসিন্দা বিপুল নিয়োগী সংবাদ মাধ্যমকে বলেন, সময়ের আগে সচেতন হয়ে যাওয়াই ভালো। রেল পুলিশের এই ধরনের কর্মসূচী চলছে মাদক ও প্রতারণা চক্রের বিরুদ্ধে। এই উদ্যোগ প্রশংসার যোগ্য।
advertisement
Geetasree Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Awareness against Drugs- মাদক ও প্রতারণার বিরুদ্ধে রেল পুলিশের অভিযান, সচেতন করা হল ‌যাত্রীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement