Jalpaiguri News- নেশাগ্রস্তদের আস্তানা, গা ছমছমে পরিবেশ! তার মাঝেই হচ্ছে নৃসিংহ দেবের পুজো!

Last Updated:

ডোবা জঙ্গল ঘেরা একটা গা ছমছমে এলাকা। সেখানেই উত্তরবাংলার প্রাচীন প্রথাকে ধরে রাখতে যুদ্ধ করে যাচ্ছেন কয়েকটি মানুষ।প্রায় ৪০ বছর ধরে এখানে পূজিত হচ্ছেন নৃসিংহদেব। 

+
ভগ্ন

ভগ্ন দেবালয়ে নৃসিংহদেবের পুজো

#জলপাইগুড়ি- জলপাইগুড়ি পুর এলাকার ১২ নং ওয়ার্ডে, হাইস্কুল সংলগ্ন এলাকায় বেশ কয়েক বছরের পুরনো নৃসিংহ দেবের এই জরাজীর্ণ মন্দির। রাতদুপুরে এখানে চোরেদের উপদ্রপ। তারই মাঝে এখানে পুজো চালিয়ে যাচ্ছেন বেতারশিল্পী যতীন্দ্র নাথ।
আজ থেকে প্রায় ৪০ বছর আগে এখানে গোপাল বুড়ি নামে এক বৃদ্ধা পুজো করতেন। জানা যায়, তাঁর মৃত্যুর পর একটি অন্য ধর্মীয় সংগঠন এই মন্দিরের খেয়াল রাখে কিছুদিন। তারপর থেকে যতীন্দ্র নাথ বাবুই এখানে এই মন্দির ও একটি বিগ্ৰহ রক্ষা করে নৃসিংহ-এর পুজো করে আসছেন। মন্দিরের পাশেই রাত হলে কিছু নেশাগ্রস্ত ছেলেরা আস্তানা গাড়ে। অসামাজিক নানা কাজ কর্ম চলে এই মন্দির এলাকায়। তবুও অতি কষ্টের মধ্যে দিয়ে এখানে নৃসিংহ-এর পুজো চালিয়ে যাচ্ছেন সেবায়েত যতীন্দ্র নাথ দাস।
advertisement
advertisement
তাঁর কথায়, "ঈশ্বরের ইচ্ছাতেই হাজার সমস্যাতেও নিত্য পুজো চলছে। সরকার একটু দৃষ্টিপাত করলে এই বিলুপ্তপ্রায় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা সম্ভব।" তিনি ভগ্নপ্রায় মন্দিরের সংস্কারের দাবিও রাখেন সরকারের কাছে।
advertisement
স্থানীয় সূত্রে খবর, এই মন্দিরে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। তাই এখন পুজোর জিনিস রোজ নিয়ে আসেন, আবার পুজো সেরে নিয়ে যান যতীন্দ্রনাথ বাবু। তাঁর মতে এলাকায় পুলিশি টহল থাকলে ভালো হয়।
এই প্রসঙ্গে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন জানান, "সরকারিভাবে এই মন্দির সংস্কারে তেমন কোনো অ্যালোটমেন্ট নেই। তবে সামাজিকভাবে মন্দিরটি রক্ষা করতে অবশ্যই চেষ্টা করব।" এলাকায় দুষ্কৃতী তান্ডবের কথা মেনে নিয়ে কাউন্সিলর বলেন, "পুলিশ সুপারের সাথে কথা হয়েছে। বিষয়টি দেখছি।"
advertisement
Geetasree Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News- নেশাগ্রস্তদের আস্তানা, গা ছমছমে পরিবেশ! তার মাঝেই হচ্ছে নৃসিংহ দেবের পুজো!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement