CM Mamata Banerjee in Siliguri: উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী! মনিটরিং সেলের বার্তা দিয়ে দেখা করলেন শিলিগুড়ির ৩৭ কাউন্সিলরদের সঙ্গে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
গৌতম দেবকে একটি মনিটারিং সেল করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।কাউন্সিলরদের কাজ খতিয়ে দেখা হবে। এছাড়া কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ এলে তা খতিয়ে দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
#শিলিগুড়ি: শিলিগুড়ি সবুজময়। ঐতিহাসিক জয় বললে খুব একটা ভুল হবে না। ২০১১-এর বিধানসভা ভোটের পর থেকে রাজ্যের প্রায় সব পুরসভার দখল নিয়েছে তৃণমূল৷ ব্যতিক্রম ছিল শিলিগুড়ি৷ কিন্তু সেই 'বাম মডেলকে' একপ্রকার ধুলিস্যাৎ করে উড়িয়ে দিল ঘাসফুল শিবির। এরপরই শিলিগুড়িতে বিজয়ী তৃণমূল প্রার্থী ও তৃণমূল নেতৃত্বদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরকন্যায় ৩৭ জন বিজয়ী প্রার্থীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তাঁদের শুভেচ্ছা জানান ও নাগরিক পরিষেবা প্রদানের জন্য ভালভাবে কাজ করার বার্তাও দেন। এদিন গৌতম দেবকে একটি মনিটারিং সেল করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।কাউন্সিলরদের কাজ খতিয়ে দেখা হবে। এছাড়া কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ এলে তা খতিয়ে দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, শিলিগুড়ি পুরসভার (Siliguri Municipal Corporation) সমস্ত কাউন্সিলরকে, তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ মঙ্গলবার বেলা ১২টায় উত্তরকন্যায় (Uttarkanya) ডেকে পাঠিয়েছেন৷ সেখানেই পুরবোর্ড গঠন-সহ শিলিগুড়ির সার্বিক উন্নয়ন নিয়ে কথা হতে পারে বলে সূ্ত্রের খবর৷ শিলিগুড়ি পুরসভায় ঐতিহাসিক জয়ের পর সোমবার দুপুরে শিলিগুড়ির মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী গৌতম দেব।
advertisement
সোমবার বিকেলে শিলিগুড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নৌকাঘাট মোড়ে নতুন কাউন্সিলরদের অভিনন্দন জানানোর পাশাপাশি শিলিগুড়িবাসীকে ধন্যবাদ জানান৷ ঘোষণা করেন, মাত্র ৬ ঘণ্টায় শিলিগুড়ি থেকে কলকাতা যাতায়াতের ব্যবস্থা করবে তাঁর সরকার৷ সার্বিকভাবে শিলিগুড়ির উন্নয়ের কাজ করবে নতুন পুরবোর্ড৷ তাই মনে করা হচ্ছে আগামিকাল নতুন কাউন্সিলরদের সঙ্গে শিলিগুড়ির সার্বিক মানোন্নয়নের জন্য আলোচনা করবেন মুখ্যমন্ত্রী৷
advertisement
Location :
First Published :
February 15, 2022 8:26 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
CM Mamata Banerjee in Siliguri: উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী! মনিটরিং সেলের বার্তা দিয়ে দেখা করলেন শিলিগুড়ির ৩৭ কাউন্সিলরদের সঙ্গে