Lotkon Fruit: লটকন ফল! মুখে দিলেই হবে চমৎকার! জানলে অবাক হবেন! বিরাট চাহিদা!
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Lotkon Fruit: একবার খেলে বার বার চাইবেন! চেনেন নাকি! জানলে অবাক হবেন
জলপাইগুড়ি : জলপাইগুড়ির ধুপগঞ্জের কৃষকেরা লাভের আশায় এবার ঝুঁকেছেন লটকনফল চাষের দিকে। খরচ এক্কেবারেই কম, লাভ ব্যাপক।এই লটকনচাষে লাভবান হয়েছেন স্থানীয় কৃষকরা। আগে জঙ্গলের ফল হিসেবে পরিচিত হলেও লটকন এখন জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিনিয়ত বাড়ছে নতুন নতুন বাগানের সংখ্যা। দিন দিন মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ফলে খাদ্য ও পুষ্টিগুণ সমৃদ্ধ লটকনের চাহিদা বাড়তে থাকে। বাজারে ব্যাপক চাহিদা ও লাভজনক হওয়ায় প্রতি বছরই এই চাষে আগ্রহ বাড়ছে চাষিদের।
এলাকার এক লটকন চাষি বলেন,বাগান শুরু করতে বেশি খরচ হয় না। সেই তুলনায় লাভ বেশি হয়। এছাড়া লটকন ফলের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গাছের কান্ডে ফলে। কখনও কখনও এত বেশি ফল আসে যে গাছের ডাল পর্যন্ত দেখা যায় না। ছায়া যুক্ত স্থানে আর বর্ষার জলেও অনায়াসে বেড়ে ওঠে।
advertisement
advertisement
অবসরপ্রাপ্ত দফতরি বিমল চন্দ্র রায় জানান, কয়েক বছর আগে নিজের বাড়িতে কয়েকটি লটকনচারা এনেছিলেন তিনি। এখন সেই চারা গুলো বড় হয়ে বেশ ভাল ফলন দিচ্ছে। যদিও বিক্রি শুধু নয় এলাকার বাচ্চারাও এই বাগানেই এসে সারাদিন খায়।এইবার ফলন ভাল হওয়ার জন্য লটকন কিনতে এখন থেকে পাইকাররা ভিড় করছেন তার বাড়িতে। এক একটি গাছে চাক বেঁধে আছে লটকন ফলগুলো। যা দেখতেই এখন বিমল বাবুর বাড়িতে ভিড় করছেন অনেকে। তবে বলাই বাহুল্য, কৃষকদের কাছে এ এক নতুন দিশা।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 15, 2023 6:10 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Lotkon Fruit: লটকন ফল! মুখে দিলেই হবে চমৎকার! জানলে অবাক হবেন! বিরাট চাহিদা!







