Jalpaiguri News: চা বাগানের ঝোঁপ থেকে উঁকি মারছে চিতাবাঘের দুই শাবক! আতঙ্কে জলপাইগুড়ির শ্রমিকরা
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Jalpaiguri News: একজোড়া চিতাবাঘের শাবকের দেখা মেলায় চাঞ্চল্য ডুয়ার্সের মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে। সোমবার সকালে কিলকোট চা বাগানের ১৭ নং সেকশনের ভিতর ২টি চিতাবাঘের শাবক নজরে আসে কর্মরত শ্রমিকদের।
জলপাইগুড়ি: ডুয়ার্সের মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাগানেই দেখা মিলল একজোড়া চিতাবাঘের শাবকের। চাঞ্চল্য গোটা এলাকায়। সোমবার সকালে কিলকোট চা বাগানের ১৭ নং সেকশনের ভিতর দু’টি চিতাবাঘের শাবক নজরে আসে কর্মরত শ্রমিকদের।
খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। ওই এলাকায় আতঙ্কে কিছুক্ষণ কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। খবর পেয়ে খুনিয়া স্কোয়াড থেকে বনকর্মীরা এসে উপস্থিত হন। তাঁরা শাবকগুলিকে বাগানেই রেখে দেন। সেই সঙ্গে সাধারণ মানুষ যাতে সেই লেপার্ড শাবকের সামনে আসতে না পারে সেই দিকেও নজর রাখেন তাঁরা।
advertisement
advertisement
বনকর্মীদের অনুমান, মা লেপার্ড খাবারের সন্ধানে আশেপাশেই রয়েছে। সন্ধ্যার পর তাদের মা শাবকদের সেখান থেকে নিয়ে যাবে। সেই মুহূর্তে শাবকগুলিকে সেখান থেকে সরালে পরিস্থিতি বেগতিক হতে পারে। তাই আপাতত ওখানেই শাবকদের রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বনকর্মীরা।
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 30, 2023 6:00 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: চা বাগানের ঝোঁপ থেকে উঁকি মারছে চিতাবাঘের দুই শাবক! আতঙ্কে জলপাইগুড়ির শ্রমিকরা









