Jamaisasthi Special Thali | Jalpaiguri News: জামাইষষ্ঠী স্পেশাল থালি! জামাইদের জন্য রকমারি রান্না করছে হোমের চার কন্যা !

Last Updated:

Jamaisasthi Special Thali | Jalpaiguri News: চেষ্টা থাকলে কোনও কিছুই অসম্ভব নয়। তারই জ্বলন্ত উদাহরণ এই চার কন্যা।

+
জামাইষষ্ঠীর

জামাইষষ্ঠীর ভুরিভোজ

জলপাইগুড়ি : চেষ্টা থাকলে কোনও কিছুই অসম্ভব নয়। তারই জ্বলন্ত উদাহরণ এই চার কন্যা। তাদের বাড়িঘর নেই, তবুও নানা বাধা অতিক্রম করে নিজেদের চেষ্টায় স্বাবলম্বী হয়ে উঠেছে হোমে থাকা চার কন্যা। জলপাইগুড়ির আবাসিক হোমের চার কন্যা জলপাইগুড়ির কর্মতীর্থের উপরের রেস্তোরাঁয় কাজ করে এগিয়ে চলেছে স্বপ্ন পূরণের পথে। রেস্তোরাঁর নাম ” এবং চা “।ওই চার কন্যাই নিজের হাতে সুন্দর করে সাজিয়ে তুলেছে সেই রেস্তোরাঁকে।রাত পোহালেই জামাইষষ্ঠী, এবছর জলপাইগুড়ির শহরবাসীর জন্য জামাইষষ্ঠীতে ভুরিভোজের আয়োজন করেছে সেই আবাসিক হোমের মেয়েরা !তারা জামাইদের জন্য নিজেদের হাতে তৈরি করবে রকমারি খাবার।
প্রতিদিন বিকেল হলেই দেখা যাচ্ছে কর্মতীর্থর ওপরে আবাসিক মেয়েদের রেস্তোরায় দুর-দূরান্তের মানুষ বিকেলে খানিক সময় কাটাতে ও খেতে আসেন। শুধুমাত্র জামাইষষ্ঠী উপলক্ষে নয়, রবীন্দ্র জয়ন্তীতেও রবি ঠাকুরের প্রিয় খাবার তৈরি করেছিল তারা। এবার জামাই ষষ্ঠী উপলক্ষে তারা জামাইদের জন্য স্পেশাল ভোঁজের আয়োজনও করেছে।মূল্য মাত্র ৪৫০ টাকা। জামাইদের জন্য মেনুতে থাকছে রকমারি তৃপ্তি দায়ক কিছু পদ। নিজেদের তৈরি ঘি, কাঁচা লঙ্কা যোগে সাদা ভাত ,কাতলা মাছ ভাজা,এঁচোড় দিয়ে ছোলার ডাল, চিংড়ি মাছের কাঠি কাবাব , পোলাও, মটন, আমের চাটনি ,কেশর রসমালাই ,পান। আবাসিক হোম কর্তৃপক্ষ জানিয়েছে,এই চার মেয়ে খুব ছোট থেকে জলপাইগুড়ির আবাসিক হোমের বাসিন্দা। হোমের নিয়ম অনুযায়ী ১৮ বছর পর্যন্ত হোমে থাকা যায় মেয়েদের । এই চারজনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে করোনা মহামারী চলাকালীন।
advertisement
advertisement
আরও পড়ুন:
সে সময় এই চারজন ১৮ ঊর্ধ্ব বয়সী মেয়ে কোথায় যাবে সেই ভাবনা চিন্তা করে হোম কর্তৃপক্ষ নিয়ম না ভঙ্গ করে হোমের পার্শ্ববর্তী একটি রুম ভাড়া করে তাদের রাখার ব্যবস্থা করেন। তাদের বাড়িঘর ঠিকানা বলতে কিছুই নেই, সেজন্য জলপাইগুড়ির কর্ম তীর্থর উপর একটি ব্যবস্থা করে দেয় জলপাইগুড়ির প্রশাসন। রেস্তোরাঁ চালানোর পাশাপাশি তারা চালিয়ে যাচ্ছে নিজেদের পড়াশোনাও, কেউ উচ্চ মাধ্যমিক পাস করছে, কেউ আবার কলেজে পড়ছে ।রেস্তোরাঁ থেকে যা অর্থ উপার্জন হয় ,সে দিয়েই চলে তাদের রুটি রুজি ও পড়াশোনা। তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেই হোমেরই মহিলা কল্যাণ সমিতি আধিকারিক দীপুশ্রী রায় । এবছর কিন্তু জামাইষষ্ঠীতে জামাইদের জন্য আকর্ষণীয় চমক রয়েছে আবাসিক মেয়েদের এই রেস্তোরাঁয়।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jamaisasthi Special Thali | Jalpaiguri News: জামাইষষ্ঠী স্পেশাল থালি! জামাইদের জন্য রকমারি রান্না করছে হোমের চার কন্যা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement