Jalpaiguri News: বেলাকোবার বিখ্যাত চমচম! শুনলেই জিভে জল! ওপার বাংলার মিষ্টির স্বাদ এপারে!

Last Updated:

Jalpaiguri News: নাম শুনলেই জিভে জল আসে আট থেকে আশির। 'বেলাকোবার চমচম' আজও খাদ্য রসিকদের কাছে সমান জনপ্রিয়।

+
বেলাকোবার

বেলাকোবার চমচম

#বেলাকোবা: উত্তরবঙ্গের জলপাইগুড়ির বেলাকোবার বিখ্যাত চমচম। নাম শুনলেই জিভে জল আসে আট থেকে আশির। 'বেলাকোবার চমচম' আজও খাদ্য রসিকদের কাছে সমান জনপ্রিয়। স্বাদে ও ক্ষীরের গন্ধে ভরপুর এই বিখ্যাত চমচম। উত্তরবঙ্গ ছাড়িয়ে জলপাইগুড়ি বেলাকোবার চমচমের খ্যাতি এই রাজ্য সহ প্রতিবেশী রাজ্য ও রাষ্ট্রেও।স্বাধীনতার আগে টাঙ্গাইলের ধলেশ্বরী নদীর পাড়ের বসতি ছেড়ে পরিবার নিয়ে বেলাকোবায় চলে এসেছিলেন দুই বন্ধু। তাঁদের সঙ্গেই আসে পোড়াবাড়ির চমচমের ‘রহস্যময়’ রেসিপি। পরবর্তীতে যা কিনা বেলাকোবার চমচম হিসেবে খ্যাত হয়েছে। ৮ থেকে ৮০ সবারই মন জয় করেছে এই মিষ্টান্ন। পাড়ি দিচ্ছে বিদেশেও। এই চমচমই মানেই বেলাকোবার অন্যতম পরিচিতি । যে কোন পূজাতে উপচে পড়া ভিড়চমচমের দোকানে। তেমন চকচকে ঝকঝকে দোকান না হলেও ভিড় কিন্তু সর্বক্ষণ কারণ মানুষ চমচমের উপরে নির্ভর করে আসে এই দোকানে।
এলাকাবাসী জানান নিখিল চন্দ্র দে তিনি একজন প্রধান শিক্ষক। তিনি জানান এই মিষ্টি আমাদের বেলাকোবার নাম উজ্জ্বল করেছে, ওটা বাংলা কাছে এক ডাকেই চেনে এই রসালো চমচম। এখান থেকে চমচম প্রতিনিয়ত জলপাইগুড়িতে রোজি যায়, তাদের ঐতিহ্য টা যদি ধরে রাখতে পারে তাহলেই ভালো হয়।এখানে বিশেষত বিভিন্ন ধরনে চমচম হয় ।আমার প্রিয় চমচম ২০টাকা দামের ওপরটা একটু শক্ত ভিতরটা তুল তুলে নরম সেটা আমার প্রিয় চমচম। এখানকার চমচমের বৈশিষ্ট্য পোড়াবাড়ির চমচমের। পোড়াবাড়ির চমচম মানচিত্র টপকে পরিচিত হয় বেলাকোবার চমচম নামে পরিচিত জানা গিয়েছে।
advertisement
advertisement
বর্তমানে মালিক রয়েছে সন্তোষ দত্ত বাবা ছিলেন কালিদাস দত্ত ওপার বাংলার মানুষ। দোকানের ভার বহন করেছি আমি। বাবার সঙ্গেথাকতে থাকতে তিনিও চমচমের তৈরি করা শিখেছেন। তেমনি তিনি জানান এই বছর দশমীর দিন উপচে পড়া ভিড়আমার দোকানে আশা করছি আমার এই গুণগতমান ধরে রাখবো । আমার এখানে তিন ধরনের চমচম পাওয়া যায় ১০ টাকা ২০ টাকা এবং স্পেশাল চমচম ৫০টাকা। প্রায় ৬০ বছর বয়স চলছে এই দোকানের। আমরা ওপার বাংলার মানুষ ছিলাম এপার বাংলায় এসে প্রথম মিষ্টির দোকান খুলেছিলাম আমরা, তাও আবার রসালো চমচম।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বেলাকোবার বিখ্যাত চমচম! শুনলেই জিভে জল! ওপার বাংলার মিষ্টির স্বাদ এপারে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement