Jalpaiguri News: খালি পেটেই ক্লাস করছে পড়ুয়ারা! মিড ডে মিলের চাল কোথায় গেল? সামনে এল চুরি!
- Published by:Piya Banerjee
Last Updated:
Jalpaiguri News: মিড ডে মিলের চাল গায়েব! কে নিল চাল? বাধ্য হয়ে না খেয়েই স্কুল করছে পড়ুয়ারা!
#জলপাইগুড়ি: ফ্যান চুরি হয়েছিল আগেই, গরমে ঝলসে চলছিলো পাঠ, এবার মিড ডে মিল রান্নার সরঞ্জাম নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা, অগত্যা ক্লাস করে খালি পেটে বাড়ি ফিরলো খুদে পড়ুয়ারারা। চুরি হয়ে গেছে স্কুলের রান্নাঘরের যাবতীয় সরঞ্জাম। তদন্তে আসেনি পুলিশ। হচ্ছে না মিড ডে মিল। অগত্যা না খেয়ে বাড়ি ফিরলো খুদে পড়ুয়ারা। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত গোমস্তা পাড়া চন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়। এই নিয়ে গত এক মাসের মধ্যে স্কুলটিতে দুবার চুরি হয়ে গেলো। ঘন ঘন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযোগ গত ১৬ আগষ্ট রাতে স্কুলের রান্নাঘরের জানালার গ্রিল ভেঙে চোর ঢোকে। এরপর রান্নাঘরে থাকা দুটি গ্যাস সিলিন্ডার সহ রান্নার যাবতীয় জিনিসপত্র চুরি করে চম্পট দেয় চোরের দল।দেখবার পর তারা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগের পর স্কুলে যায়নি পুলিশ, অভিযোগ স্কুল কর্তৃপক্ষের।একইসঙ্গে স্কুল কর্তৃপক্ষের আরও অভিযোগ, গত মাসেও স্কুলে চুরি হয়েছিল।চোরের দল স্কুলের ফ্যান সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে গেছে। তারও অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু আজও কিনারা হয়নি। জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার না থাকায় স্কুলে মিড ডে মিল রান্না হচ্ছেনা। তাই না খেয়ে বাড়ি ফিরছে বাচ্চারা।
advertisement
আরও পড়ুন: 'গাড়ি ফেরত নিবি, না গাঁজা কেস নিবি!' গাড়ি ফেরত চাওয়ায় মালিককে হুমকি অনুব্রত মণ্ডলের!
advertisement
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান এর আগেও চুরির ঘটনায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এফ আই আর করেছি। কিন্তু আজও তার কিনারা হয়নি। ফের অভিযোগ করি। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত তদন্ত করতে আসেনি। স্কুলের মিড় ডে মিল রান্নার জন্য দুটি গ্যাস সিলিন্ডার ছিল। সেই দুটি সিলিন্ডার সমেত রান্নার যাবতীয় জিনিসপত্র চুরি হয়ে গেছে। নতুন করে গ্যাসের টাকা না দিলে সিলিন্ডার পাবোনা। তাই আমরা স্কুলে রান্না করতে পারছিনা। ফলে মিড ডে মিল হচ্ছেনা।প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লইক্ষোমোহন রায় বলেন বিষয়টি নিয়ে আমরা চিন্তিত। অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ঘটনায় ডি এস পি হেডকোয়ার্টার সমীর পাল বলেন অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
advertisement
Geetasree Mukherjee
Location :
First Published :
August 19, 2022 7:59 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: খালি পেটেই ক্লাস করছে পড়ুয়ারা! মিড ডে মিলের চাল কোথায় গেল? সামনে এল চুরি!