Jalpaiguri News: জলপাইগুড়ির চা বাগান থেকেই দেখা যাচ্ছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা! সঙ্গে ময়ূরের ঝাঁক!

Last Updated:

Jalpaiguri News: অবাক ঘটনা। এমন ঘটনা সত্যিই বিরল। জলপাইগুড়ির চা বাগান থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা, ভাগ্যের ব্যাপার! সেই সঙ্গে কোথা থেকে এল এত ময়ূর? জানুন

#জলপাইগুড়ি :জলপাইগুড়ি‌ শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা-‌বাগানে দেখা মিলছে ময়ূরের ঝাঁক।বছর কয়েক আগে এখানে এসে আশ্রয় নিয়েছিল তারা। তারপর থেকে এই বাগানেই রয়ে গিয়েছে ময়ূরের দল। এখানকার আদিবাসী মানুষদের কাছে যেতেও কোনও ভয় পায় না ওরা।ঘুম থেকে উঠেই নিত্যদিন এখন ঝাঁকে ঝাঁকে ময়ূরের দেখা পান এই বাগানের শ্রমিকরা। এতো ময়ূর একসাথে দেখার জন্য দূর দূরান্ত থেকেও ডেঙ্গুয়াঝাড়ে চলে আসছেন অনেক পর্যটক। একইসঙ্গে এখানে বাড়তি পাওনা সুদৃশ্য কাঞ্চন‌জঙ্ঘা। সবমিলিয়ে এক অসাধারণ বৈচিত্র্য ফুটে উঠেছে এই চা-বাগানে।
জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসা এই ময়ূরের দলকে চোরাশিকারিদের হাত থেকে বাঁচাতে সবসময় তৎপর রয়েছেন এলাকার শ্রমিকরা। তাঁদের বাগানে বিশেষ করে জৈব সার ও জৈব কীটনাশক ব্যবহার করার জন্য পশুপাখিদের তেমন কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।ডেঙ্গুয়াঝাড় চা-‌বাগানের বুক চিরে বয়ে চলেছে রুকরুকা নদী। পশুপাখিরা এই নদীতে নেমেই জলপান করে। একইভাবে বাগানের মাঝ বরাবার রয়েছে রেল লাইন। এক হাজার হেক্টরেরও বেশি এই চা বাগানে প্রায় দশ হাজার মানুষের বসবাস। এই বাগানের প্রত্যেকেই ময়ূরদের খুব ভালবাসে। দেবতার বাহন বলে এই পাখিদের আপন করে নিয়েছেন সকলে। বর্ষা শেষে বাগানের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। দূর দূরান্ত থেকে অনেক মানুষই তখন ময়ূরের ঝাঁক দেখতে আসেন এখানে। এছাড়া প্রতি রবিবার ও ছুটির দিনগুলোতে জলপাইগুড়ি শহর থেকে অনেকেই ছুটি কাটাতে চলে আসেন ডেঙ্গুয়াঝাড় চা-‌বাগানে।
advertisement
advertisement
জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা-বাগানের জেনারেল ম্যানেজার জীবন পান্ডে বলেন, চা বাগানে ছড়িয়ে পড়েছে ময়ূরের আনাগোনা।সবুজ চা বলয়ের উপরে ডানা মেলে বসে থাকে বিভিন্ন রকমের ছোট বড় ময়ূর। আর সেই চোখ জোড়ানো দৃশ্য দেখতে শহর থেকে বহু মানুষ আসেন এই চা বাগানে। এখন জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগান, পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। ভাল লাগছে। চা বাগানে ময়ূর দেখভালের জন্য আমরা আলাদা করে চৌকিদার মোতায়েন করেছি। তারা শুধু ময়ূর এবং ময়ূরের ডিম দেখভাল করে। অন্যদিকে, ঝকঝকে আকাশের মধ্যে উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা, সেই অপরূপ দৃশ্য দেখার আগ্রহে মানুষের ঢল নামে সেখানে।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জলপাইগুড়ির চা বাগান থেকেই দেখা যাচ্ছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা! সঙ্গে ময়ূরের ঝাঁক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement