Jalpaiguri News: জাতীয় সড়কে মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় দুর্ঘটনা

Last Updated:

মদ্যপ বাস চালক রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ছোট চার চাকা গাড়ি এবং একটি স্কুটিকে পরপর ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে গেল।

বাস এবং ছোট গাড়ির দুর্ঘটনা
বাস এবং ছোট গাড়ির দুর্ঘটনা
#জলপাইগুড়ি: জলপাইগুড়ির অন্তর্গত ফাটাপুকুরের রাস্তারপাশে গাড়ি রেখে দোকান থেকে জিনিস কিনছে গাড়ির মালিক হঠাৎ পিছনে তাকিয়ে দেখে তার গাড়ি উল্টে পড়ে‌ আছে তারিঘ গাড়ির সামনে গিয়ে দেখে একটি বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে প্রথমে তার গাড়ি তারপর একটি মোটর সাইকেল পিসে দেয় । তার সেখানকার মানুষ বাস গাড়িটিকে কোন রকমে আটক করে ।
চালককে নামনো হয় দেখা যায় চালক পুরো মদ্যপঅবস্থায় গাড়ি চালাছিল । তারপর রাজগঞ্জ থানা সেখান থেকে পুলিশ বাহিনী এসে বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়। চালককে গ্রেফতার করে। এবং ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় এটি চারচাকা ছোট গাড়ি এবং মোটরসাইকেল কোন প্রাণহানি হয়নি ঘটনার জন্য চাঞ্চল্য এলাকায় জুড়ে।এই রাস্তার ধারে প্রতিনিয়তই বিভিন্ন ভাবে অস্বাভাবিক ভাবে যানবাহন চলাচল করে তার কারণে দুর্ঘটনা হয়ে থাকে পুলিশকে একটু বেশি সক্রিয় হতে হবে না হলে পরবর্তীতে আরো বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে এই রাস্তায় ।
advertisement
advertisement
মদ্যপ বাস চালক রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ছোট চার চাকা গাড়ি এবং একটি স্কুটিকে পরপর ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে গেল। ঘটনাস্থল থেকে মদ্যপ বাস চালককে আটক করেছে রাজগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে রাজগঞ্জের ফাটাপুকুর পেট্রোল পাম্পের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানাচ্ছেন, বাসের চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জাতীয় সড়কে মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় দুর্ঘটনা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement