Ganesh Puja Special Laddu: গণেশ পুজোয় জলপাইগুড়িতে বিশেষ চমক ৫১ কেজির লাড্ডু! দাম কত জানেন ?
- Published by:Siddhartha Sarkar
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
51Kg Special Laddu: গণেশ চতুর্থীতে দেশজুড়ে মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে গণেশ পুজো। গণপতির আরাধনা থেকে বাদ পড়েনি শহর জলপাইগুড়িও। গণেশ চতুর্থীতে এবছর জলপাইগুড়িতে বিশেষ চমক।
জলপাইগুড়ি: গণেশ চতুর্থীতে দেশজুড়ে মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে গণেশ পুজো। গণপতির আরাধনা থেকে বাদ পড়েনি শহর জলপাইগুড়িও।গণেশ চতুর্থীতে এবছর জলপাইগুড়িতে বিশেষ চমক। ৫১ কেজির বিশালাকার লাড্ডু বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন শহরের পাণ্ডা পাড়ার যুব ক্লাবের সদস্যরা।
গণেশ পুজোতে প্রসাদ হিসেবে গণেশের প্রধান মিষ্টি ভোগ হিসাবে লাড্ডু দেওয়া হয়। তাই এবার ৫১ কেজি ওজনের লাড্ডু ভোগ দিয়ে গণেশের আরাধনা করবে তারা। এই বছরই প্রথম যুব শক্তি ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে গণেশ পুজোর। প্রথম বর্ষের গণেশ পুজোর মূল আকর্ষণই হল তাদের এই সুবিশাল লাড্ডু। প্রায় তিনদিন ধরে কারিগররা গণেশের ভোগের জন্য ৫১ কেজির লাড্ডুটি তৈরি করেছেন। যার মূল্য প্রায় ২৫ হাজার টাকা।
advertisement
advertisement

পুজো শেষে এই লাড্ডুভোগ প্রসাদ হিসেবে ভক্তদের বিতরণ করা হবে। ৫১ কেজি লাড্ডু দর্শন এবং প্রসাদ পেতে ভক্তদের ঢল নামবে বলে আশাবাদী ক্লাব সদস্যরা।যু বশক্তি ক্লাবের সদস্য শ্যাম সাহা এ বিষয়ে জানিয়েছেন, আমরা ৫১ কেজি লাড্ডু দিয়ে গণেশের ভোগ দেব। একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি। তিনি বেশ আনন্দের সুরে আরও বলেন, জলপাইগুড়ির কোথাও এমন বৃহদাকার ৫১ কেজির লাড্ডু বানানো হয়েছে কিনা সন্দেহ আছে।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 19, 2023 1:20 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Ganesh Puja Special Laddu: গণেশ পুজোয় জলপাইগুড়িতে বিশেষ চমক ৫১ কেজির লাড্ডু! দাম কত জানেন ?
