Jalpaiguri News : রেশন দোকানের খাদ্য সামগ্রীতে ভাগ বসাল হাতি, তছনছ রেশন দোকান
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ডুয়ার্সে হাতির হানা অব্যাহত। খাবারের সন্ধানে প্রায় প্রতিনিয়তই লোকালয়ে হানা দিচ্ছে বুনো হাতি। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জলপাইগুড়ি : ডুয়ার্সে হাতির হানা অব্যাহত। খাবারের সন্ধানে প্রায় প্রতিনিয়তই লোকালয়ে হানা দিচ্ছে বুনো হাতিরা। রবিবার গভীর রাতে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা ও ধরনিপুর চাবাগানে বুনো হাতির হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি রেশন দোকানের দরজা ভেঙ্গে ভিতর ঢুকে তান্ডব চালায় গজরাজ।
রেশন মজুত ২০ প্যাকেট চাল, ২৫ প্যাকেট আটা ও ৪ প্যাকেট চিনি সাবাড় করে তছনছ করল রেশন দোকান। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যার ফলে সোমবার রেশন দেওয়া বন্ধ হয়ে গেল। জানা গিয়েছে, হাতি দুটি গভীর রাতে প্রায় একটা নাগাদ পার্শ্ববর্তী ডায়না জঙ্গল থেকে বেরিয়ে বিচ লাইনে ঢুকে পড়ে।
advertisement
আরও পড়ুন ঃ ৩ জা ৩ দলে…! আদরের ‘ভাগ্নি’ অভিনেত্রী সাংসদ! পঞ্চায়েত ভোটে তোলপাড় ফেললেন মিমির মামিরা
তারপর রেশন দোকানের গোডাউনের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে। ঢুকেই চাল ডাল আটা খেয়ে নষ্ট করে দেয়। প্রায় আড়াই ঘন্টা তান্ডব চালিয়ে ভোর নাগাদ ফের জঙ্গলে ঢুকে পড়ে। খাদ্যের লোভে এই রেশন দোকানে এর আগে একাধিক বার হানা দিয়েছে হাতি।
advertisement
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 19, 2023 6:09 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News : রেশন দোকানের খাদ্য সামগ্রীতে ভাগ বসাল হাতি, তছনছ রেশন দোকান










