Jalpaiguri News: কাঠের জিনিস থেকে ব্যাগ, স্বনির্ভর মহিলাদের তৈরি সামগ্রী দেদার বিকোচ্ছে সৃষ্টিশ্রী মেলায়
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Jalpaiguri News: সৃষ্টিশ্রী মেলা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। নানা ঘর সাজাবার টুকিটাকি। ঘুরে আসতে পারেন আপনিও এই মোলায়।
জলপাইগুড়ি: পাঁচদিন ব্যাপী জেলা “সৃষ্টিশ্রী” মেলা শুরু হল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলা গ্রামোন্নয়ন দফতর আয়োজিত এই মেলা শুক্রবার থেকে রবীন্দ্রভবন প্রাঙ্গণে শুরু হয়েছে। মেলা চলবে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা চলবে বলেই জানান উদ্যোক্তারা। এ দিন মেলার উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর কল্যাণও আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বুলুচিক বরাইক।
বিভিন্ন ধরনের কাঠের ও মাটির তৈরী জিনিস এবং পাটের তৈরি বিভিন্ন ব্যাগ, ঘর সাজানো, নিত্য দিনের প্রয়োজন জিনিস রয়েছে এই মেলায়। সঙ্গে শীতের প্রিয় বাঙালী খাবার পিঠে দিয়ে গ্ৰামের মহিলারা সাজিয়ে তুলছে এই মেলাকে । মেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা-সহ জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়-সহ বিশিষ্টরা।
advertisement
advertisement
আরও পড়ুন: চাকরি ছেড়ে একাই পরীক্ষার প্রস্তুতি, প্রথম বার টেট দিয়েই রাজ্যে প্রথম বর্ধমানের ইনা
মূলত গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই এই মেলার আয়োজন।হাতের কাজের ছোঁয়ায় সৃষ্টি কতটা সুন্দর হয়ে উঠতে পারে সৃষ্টিশ্রী মেলার মধ্য দিয়ে তাই সকলের সামনে তুলে ধরা হচ্ছে। জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদরা বলেন, এসএনজি গ্রুপে যেসব মহিলারা রয়েছে এবং তাঁদের স্বনির্ভর করতেই এই মেলা রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে।
advertisement
জলপাইগুড়ির প্রতিটি ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অংশগ্রহণ করেছে এই মেলায়। এখানে তাঁরা তাঁদের হাতের কাজ নিয়ে এসেছে । অর্থ উপার্জন-এর একটি নতুন দিশা হয়ে দাঁড়াবে সৃষ্টিশ্রী। গোষ্ঠীর মহিলা রিনা পাল জানান, এই ধরনের মেলা করানোর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। গত দু'বছর বন্ধ ছিল পুনরায় চালু হওয়াতে বেশ খুশি। এই মেলার উপরে আমরা স্বনির্ভর গোষ্ঠীর বহু মানুষ নির্ভর থাকি।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 6:16 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: কাঠের জিনিস থেকে ব্যাগ, স্বনির্ভর মহিলাদের তৈরি সামগ্রী দেদার বিকোচ্ছে সৃষ্টিশ্রী মেলায়