Jalpaiguri: ক্ষতবিক্ষত পাইথন উদ্ধার, আঘাত ঘিরে চিন্তায় বনদফতর

Last Updated:

একটি ক্ষতবিক্ষত পাইথন উদ্ধার হল জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকা থেকে। বার বার জলপাইগুড়ি এলাকা থেকে এভাবে পাইথন উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে।

#জলপাইগুড়িঃ একটি ক্ষতবিক্ষত পাইথন উদ্ধার হল জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকা থেকে। বার বার জলপাইগুড়ি এলাকা থেকে এভাবে পাইথন উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে। খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে,তাহলে কি বাস্তুতন্ত্র কি বিপন্ন? লোকালয়ের পথে অজগরের এমন প্রাদুর্ভাব এর আগে কমই দেখা গিয়েছে। তবে আজকাল অহরহ এই সাপগুলি উদ্ধার হচ্ছে, এবং জনবহুল এলাকা থেকেই উদ্ধার হচ্ছে। এমনই ঘটনা আবারও দেখা গেল জনবহুল এলাকা থেকে বি এস এফ দের চোখ এড়িয়ে দিব্বি ঘুরছিলো সে এলাকায়, মাছ ধরার জালে আটকে গিয়ে গ্রামবাসীদের নজরে আসতেই বন্দি হলো পাইথন।
শনিবার সকালেই জলপাইগুড়ির রানী নগর বি এস এফ ক্যাম্প সংলগ্ন চেওড়া পাড়া থেকে একটি দশ ফুট লম্বা অজগর উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে। গ্রামের একটি জল না থাকা একটি ঝোপে কিছু একটা নড়ছে বলে সন্দেহ হয় অনিল চন্দ্র রায়ের, সামনে গিয়েই চমকে উঠেন অনিল বাবু, বর্ষার জলে মাছ ধরার জন্য জালে আটকে থাকতে দেখেন একটি অজগর সাপকে। এরপরেই খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে যায় জলপাইগুড়ির একটি স্বেচ্ছা সেবী সংগঠনের কাছে।
advertisement
আরও পড়ুনঃ জলপাইগুড়িতে মনসা পুজো ঘিরে বৃহন্নলাদের উৎসব
তারা ওই ঘটনাস্থলে আসেন। তারপর তাদের পক্ষ থেকে সম্পাদক অংকুর দাস, লাইলনের জাল কেটে অজগর টিকে উদ্ধার করে নিয়ে আসেন। সেটি ক্ষতবিক্ষত থাকার জন্য হলুদ লাগিয়ে সেটির প্রাথমিক পরিচর্যা করার পর সেটিকে বস্তাবন্দী করা হয়। ঘটনা প্রসঙ্গে অংকুর দাস জানান, গত এক মাসে বিভিন্ন লোকালয় থেকে চারটি অজগর উদ্ধার করা হলো। পরিবেশ দূষণ এবং কংক্রিটের জঞ্জালে ক্রমশই বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্থ হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সীমান্তরক্ষী বাহিনীর কড়াকড়ির প্রতিবাদে পথ অবরোধ
যার দরুণ কখনো হাতি, কখনো অজগর ইত্যাদি লোকালয়ে ছুটে আসছে। বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্থ হবার কারণেই এমনটা হয়ে চলেছে। এমনটাই পরিবেশপ্রেমীরা মনে করছেন। পাশাপাশি, বৃক্ষচ্ছেদন এবং অরণ্য ধ্বংস এর পেছনে একই ভাবে ভূমিকা পালন করে চলেছে।সময় থাকতে যদি সঠিক ভারসাম্য ফিরিয়ে আনা না যায়, তবে বন্যপ্রানী এবং মানবসমাজের মধ্যে সংঘর্ষ বাড়বে।
advertisement
Geetashree Mukherjee
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: ক্ষতবিক্ষত পাইথন উদ্ধার, আঘাত ঘিরে চিন্তায় বনদফতর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement