Virender Sehwag On Pbks: 'বাচ্চার ডায়পারের থেকে বেশি প্রথম একাদশ বদলায় ওরা', ম্য়াচ দেখে ঠাট্টা শেহওয়াগের

Last Updated:

Virender Sehwag On Pbks Playing XI: এমন ম্যাচ দেখে সবার মতো তিনিও অবাক। এভাবে কী করে হারে কোনও দল! ভেবে কূল পাচ্ছেন না শেহওয়াগ।

#দুবাই: হাস্যরসে ভরা একের পর এক টুইটের জন্য এমনিতেই বেশ জনপ্রিয় বীরেন্দ্র শেহওয়াগ। ভারতীয় দলের এই মারকুটে প্রাক্তন ওপেনার এবার পঞ্জাব কিংস-এর টিম ম্যানেজমেন্টের তুলোধোনা করলেন। তবে সেটা করলেন অবশ্য নিজের স্টাইল বজায় রেখেই। যেমনভাবে তিনি সোশ্যাল মিডিয়ায় একের পর এক হাস্যরসে ভরা টুইট করে থাকেন।
মঙ্গলবার রাজস্থান রয়্য়ালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচ দেখে ক্রিকেটপ্রেমীদের অনেকেই অবাক। অনেকেই ধরে নিয়েছিলেন, এই ম্যাচ পঞ্জাব অনায়াসে জিতে যাবে। কারণ পঞ্জাবের ব্যাটসম্যানরা জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলেছিলেন প্রায়। কিন্তু শেষ ওভারে গিয়ে বড়সড় ঝটকা খায় পাঞ্জাব। মাত্র চার রানে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস।
এই ম্যাচ দেখে আর পাঁচজন ক্রিকেটপ্রেমীর মতো বীরেন্দ্র শেহওয়াগও অবাক। তিনি ভেবে উঠতে পারছেন না, কী করে এমন একখানা ম্যাচ হেরে যেতে পারে পঞ্জাব!
advertisement
advertisement
বীরেন্দ্র শেহওয়াগ এদিন পঞ্জাবের প্রথম একাদশ বাছাই নিয়ে সমালোচনা করেছেন। তবে সেটা করেছেন মজার ছলে। বীরু বলেছেন, বাচ্চাদের যতবার ডায়পার বদলানো হয় তার থেকেও বেশি প্রথম একাদশ বদলে ফেলে পঞ্জাব কিংস। তিনি জানিয়েছেন, বোলিং ইউনিট আরো শক্তিশালী করা উচিত ছিল পঞ্জাবের। উল্লেখ্য, একটা সময় বীরেন্দ্র শেহওয়াগ পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর ছিলেন।
advertisement
আরও পড়ুন- আইপিএল ২০২১-এ একাই বদলে দিলেন ম্যাচের ছক, কেমন ছিল কার্তিক ত্যাগীর শেষ ওভার
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ক্রিস গেইলকে প্রথম একাদশে নেয়নি পঞ্জাব। আইপিএলের প্রথম পর্বেও একের পর এক ম্যাচে ক্রিস গেইলকে বসিয়ে রেখেছিল তারা। টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইল অত্যন্ত কার্যকরী একজন ব্যাটসম্যান। যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি। এমন একজন ক্রিকেটারকে দলে না নেওয়ায় পঞ্জাব কিংস-এর টিম ম্যানেজমেন্ট এর সমালোচনা করেছেন বীরেন্দ্র শেহওয়াগ। এদিন ক্রিস গেইলের বদলে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এডেন মার্করামকে প্লেইং ইলেভেনে খেলিয়েছিল পাঞ্জাব। তিনি ২০ বলে ২৬ রানের মন্থর রানের ইনিংস খেলে আউট হন।
advertisement
শেহওয়াগ এদিন বলেছেন, পাঞ্জাব কিংসের কোনও ম্যাচের আগে প্লেইং ইলেভেন -এর ভবিষ্যদ্বাণী করা সহজ কাজ নয়। চলতি আইপিএলে গত সাত ম্যাচে পাঞ্জাব বেশ কয়েকবার প্রথম একাদশে বদল করেছে। তবে ওদের বোলিং ইউনিট আরও একটু মজবুত করা উচিত ছিল। ক্রিস গেইল কে এল রাহুল, মায়াঙ্ক আগারওয়ালের মতো ব্যাটসম্যান রয়েছে দলে। তাদের মধ্যে একজন খেলে দিলেই বড় রান তুলতে পারবে পাঞ্জাব। কিন্তু বোলিং ইউনিট রান দিতে শুরু করলে ম্যাচে হার নিশ্চিত। ওদের হাতে ক্রিস জর্ডন রয়েছে। ডেথ ওভারে জর্ডান কার্যকরী হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
Virender Sehwag On Pbks: 'বাচ্চার ডায়পারের থেকে বেশি প্রথম একাদশ বদলায় ওরা', ম্য়াচ দেখে ঠাট্টা শেহওয়াগের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement