Sehwag tips to Shubhman : শুভমানকে মানসিকতায় শক্তিশালী হওয়ার পরামর্শ সেহওয়াগের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Virender Sehwag believes Shubhman Gill has more talent . সেহওয়াগ নিজে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলিদের সঙ্গে দীর্ঘ সময় খেলেছেন। অনেকেই সেই ব্যাটিং লাইন আপকে ভারতীয় ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটিং ইউনিট হিসাবে দাবি করেন। তবে বীরুর মতে অতীতের বহু মহান ক্রিকেটারের থেকেও ২২ বছরের শুভমন অধিক প্রতিভাশালী
বল হাতে আরসিবিকে মাত্র ৯২ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতেও নাইট ওপেনার শুভমন গিল ও বেঙ্কটেশ আইয়ার দাপট দেখান। এরপরেই তরুণ শুভমন গিলের প্রশংসায় মজেছেন বীরেন্দ্র সেহওয়াগ। ম্যাচে অর্ধশতরান হাতছাড়া করলেও ছ'টি চার ও একটি ছক্কার সাহায্যে গিল ৩৪ বলে ৪৮ রান করেন। সেই ইনিংসের ভিত্তিতে দেওয়া এক সাক্ষাৎকারে সেহওয়াগ গিলের উদ্দেশ্যে বলেন, 'পরিস্থিতি যেমনই হোক না কেন, শুভমন গিলের সবসময় এমনই চাপমুক্ত খেলা উচিত। রানের জন্য চিন্তা করার কোন দরকার নেই। ওর পরেও তো আরও নয়জন ব্যাটসম্যান আছে দলে, তাহলে ওর বেশি চিন্তা করার কী দরকার। খারাপ বল পেলে বড় শট খেলুক, নাহলে এক দুই রান করে ওর ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া উচিত।'
advertisement
advertisement
সেহওয়াগ নিজে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলিদের সঙ্গে দীর্ঘ সময় খেলেছেন। অনেকেই সেই ব্যাটিং লাইন আপকে ভারতীয় ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটিং ইউনিট হিসাবে দাবি করেন। তবে বীরুর মতে অতীতের বহু মহান ক্রিকেটারের থেকেও ২২ বছরের শুভমন অধিক প্রতিভাশালী। তবে মানসিকভাবে তরুণ টপ অর্ডার ব্যাটসম্যানকে আরও দৃঢ় হওয়ার পরামর্শ দেনে 'নজফগড়ের নবাব'।
advertisement
ক্রিকেটে দক্ষতা নয়, মানসিকতাই আসল। অনেকেরই ছয় মারার দক্ষতা থাকে, তবে তারা স্রেফ আউট হওয়ার ভয়েই নিজেদের আটকে নেন। এমন মানসিকতা থাকলে সাফল্য পাওয়া সম্ভব নয়।' দাবি সেহওয়াগের। অতীতে দেখা গিয়েছে অনেক প্রতিভাবান ক্রিকেটার শুধু জায়গা করে নিতে পারেননি কঠিন মানসিকতা না থাকায়।
আবার লড়াকু মানসিকতা রাখা ক্রিকেটার তুলনামূলক কম প্রতিভা নিয়ে জায়গা করে নিয়েছে জাতীয় দলে। তাই প্রতিভাই শেষ কথা নয়। লড়াইয়ের মানসিকতা রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছেন সেহওয়াগ।গিলকে তাই একটু সাহসী হওয়ার আবেদন বিরুর।
Location :
First Published :
September 23, 2021 9:54 AM IST