#দুবাই: একটা দল লিগ টেবিলের 'লাস্টবয়'। আরেকটা দল গত আইপিএলের রানার্স। আর এবার সেই দল এখনও পর্যন্ত লিগ টেবিলের দুইয়ে। ফলে সেদিক থেকে বিচার করলে বুধবারের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সামনে আন্ডারডগ সানরাইজার্স হায়দরাবাদ। তা ছাড়া অক্ষর প্যাটেল, এনরিচ নর্জে, কাগিসো রাবাডার মতো তারকা সমৃদ্ধ দিল্লির বোলিং ইউনিট যথেষ্ট ভাল। আর দিল্লির সেই শক্তিশালী বোলিং ইউনিট এদিন সানরাইজার্সের ব্যাটসম্য়ানদের নাকানি চোবানি খাইয়ে ছাড়ল।
জনি বেয়ারস্টো না থাকায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই ম্যাচে সুযোগ পেলেন ঋদ্ধিমান সাহা। তবে তিনি মাত্র ১৮ রান করেই তিনি আউট হয়ে যান। কাগিসো রাবাডাকে ছক্কা হাঁকানোর পরই আউট হয়ে যান ঋদ্ধিমান সাহা। পঞ্চম ওভারের প্রথম বলেই রাবাডাকে ছক্কা মারেন বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান। রাবাডার ওভারের শেষ বলে আউট হন তিনি। এদিন সানরাইজার্সের ওপেনার ও দলের তারকা ব্যাটসম্য়ান ডেভিড ওয়ার্নার রান পাননি। এনরিচ নর্জে তাঁকে আউট করেন। এর পর কেন উইলিয়ামসন দলের হাল ধরার চেষ্টা করেন। তবে মাত্র ১৮ রান করে আউট হয়ে যান। ১৭ রানে আউট হন মণীশ পাণ্ডে।
আরও পড়ুন- আইপিএলে ফের করোনার হানা! কোভিড পজিটিভ সানরাইজার্সের এই ক্রিকেটার
এদিন ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই সানরাইজার্স হায়দরাবাদের পেসার টি নটরাজনের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। ফলে তিনি খেলতে পারেননি। দলের আরেক অল রাউন্ডার বিজয় শংকর এর আগে নটরাজনের সংস্পর্শে এসেছিলেন। ফলে তাঁকে আইসোলেশনে থাকতে হয়েছে। তিনিও এই ম্য়াচে খেলতে পারেননি। ফলে এমনিতেই কিছুটা ব্যাকফুটে থেকে দিল্লির বিরুদ্ধে খেলতে নেমেছিল সানরাইজার্স। তার উপর ব্যাটসম্যানরা এদিন ভাল শুরু করতে পারেননি। সানরাইজার্সের একজন ব্যাটসম্য়ানও এদিন ৩০-এর ঘরে রান করতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩৪ রান তুলতে পারে তারা। কাগিসো রাবাডা তিনটি উইকেট পেয়েছেন। দিল্লির ব্যাটিং লাইন যথেষ্ট শক্তিশালী। সব কিছু ঠিকঠাক চললে এই রান তোলা ঋষভ পন্থের দলের পক্ষে তেমন কোনও ব্যাপার নয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi Capitals, IPL 2021, SRH, Sunrisers Hyderabad