Sunrisers Hyderabad player Covid Positive: আইপিএলে ফের করোনার হানা! কোভিড পজিটিভ সানরাইজার্সের এই ক্রিকেটার

Last Updated:

SRH player T Natarajan tested positive for COVID-19: করোনা আক্রান্ত হলেও কোনও উপসর্গ নেই নটরাজনের।

Photo Courtesy: SRH/Twitter Handle
Photo Courtesy: SRH/Twitter Handle
দুবাই: আইপিএল ভারতের মাটি থেকে সরিয়ে আমিরশাহীতে (UAE) নিয়ে গিয়েও বিশেষ লাভ হল না ৷ করোনা আতঙ্ক টুর্নামেন্টের শুরুতেই ৷ মাত্র ৩টি ম্যাচ হয়েছে এখনও পর্যন্ত, আর এর মধ্যেই করোনা হানা আইপিএলে ৷ সানরাইজার্স হায়দরাবাদ দলের প্লেয়ার টি নটরাজনের (T Natarajan) করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে ৷ ফলে তাঁর সংস্পর্শে আসা দলের আরও ৬ জন সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ যাঁদের মধ্যে একজন ক্রিকেটারও রয়েছেন বলে জানা গিয়েছে (Sunrisers Hyderabad player tests positive; six close contacts isolated)  ৷
করোনা হানায় একবার স্তব্ধ হয়ে গিয়েছিল আইপিএল। গোটা টুর্নামেন্টের সূচি পাল্টে নিয়ে যাওয়া হয়েছে আমিরশাহীতে। কিন্তু তাতেও করোনার প্রকোপ থেকে রক্ষা নেই। দ্বিতীয় পর্বের আইপিএল শুরুর পরেই ফের দুঃসংবাদ। আজ বুধবারই খেলা রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের ৷ আর তার আগেই এই খারাপ খবর ৷ হায়দরাবাদের ক্রিকেটার টি নটরাজনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে টুর্নামেন্টের সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ তবে নটরাজনের কোনও উপসর্গ নেই বলেই জানা গিয়েছে ৷ ম্যাচও আজ নির্ধারিত সময়েই শুরু হবে ৷
advertisement
advertisement
মঙ্গলবার করোনা পরীক্ষা করা হয়। বুধবার রিপোর্ট বাকিদের নেগেটিভ এলেও পজিটিভ ধরা পড়েন টি নটরাজন ৷ দলের মেডিক্যাল সদস্যরা কোনও ঝুঁকি না নিয়ে নটরাজনের সংস্পর্শে আসা দলের আরও ৬ জনকে সঙ্গে সঙ্গে আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷ এই মুহূর্তে আইসোলেশনে থাকা সানরাইজার্স দলের সদস্যদের নামের তালিকা দেওয়া হয়েছে ৷ তাঁরা হলেন,
advertisement
১. বিজয় শঙ্কর- ক্রিকেটার
২. বিজয় কুমার- টিম ম্যানেজার
৩. শ্যাম সুন্দর জে- ফিজিওথেরাপিস্ট
৪. অঞ্জনা বন্যান- ডাক্তার
৫.তুষার খেদকার- লজিস্টিক ম্যানেজার
৬. পেরিয়াসামি গনেশন- নেট বোলার
আইপিএল কমিটির তরফে টুইট করে জানানো হয়, ‘হায়দরাবাদের এক ক্রিকেটার করোনা আক্রান্ত। তাঁর সংস্পর্শে আসা ছ'জনকে নিভৃতবাসে পাঠানো হয়েছে।’ করোনা আক্রান্ত হলেও কোনও উপসর্গ নেই নটরাজনের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sunrisers Hyderabad player Covid Positive: আইপিএলে ফের করোনার হানা! কোভিড পজিটিভ সানরাইজার্সের এই ক্রিকেটার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement