IPL 2021: বন্ধ দরজার পিছনে এ কেমন নৃত্য! রোহিতের জন্মদিনে সিক্রেটআউট, দেখুন ভিডিও

Last Updated:

পরণে টি শার্ট আর স্পোর্টস শর্টস, বন্ধ দরজার পিছনে এ কেমন অচেনা রোহিত শর্মা৷

Rohit Sharma's birthday- Photo Courtesy- Twitter /Video Grab
Rohit Sharma's birthday- Photo Courtesy- Twitter /Video Grab
#মুম্বই: ক্রিকেট দুনিয়ায় হিটম্যান নামে বিখ্যাত ভারতীয় ওপেনার রোহিত শর্মা৷ মাঠে যেমন দাপুটে,মাঠের বাইরে ঠিক ততটাই ফ্যামিলিম্যান রোহিত৷ কিন্তু তিনি বাকিটা কেমন? সে বিষয়ে অবশ্য বিশেষ কিছু জানা যায় না৷ তিনি ৩৪ তম জন্মদিন পালন করলেন৷ এদিকে রোহিতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভার্থীরা৷
তেমনিই শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝাও৷ তিনি অবশ্য একেবারে ভিন্ন উপায়ে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি রোহিত শর্মার একটি নাচের ভিডিও পোস্ট করেছেন৷ যেখানে হোটেল রুমে বিন্দাস নাচতে দেখা যাচ্ছে হিটম্যানকে ৷
দেখে নিন সেই দারুণ নাচের ভিডিও৷
advertisement
View this post on Instagram

A post shared by Pragyan Ojha (@pragyanojha)

advertisement
ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma Birthday) আজ ৩৪ হলেন৷ ১৯৮৭ সালে আজকের দিনে নাগপুরে জন্মেছিলেন হিটম্যান৷ ১৪ বছরেরআন্তর্জাতিক কেরিয়ার তাঁর৷ তিনি প্রায় নিয়মিতই নতুন নতুন মাইলফলক তৈরি করেন৷
জুন ২০০৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন৷ তাঁর প্রথম শতরানের জন্য তাঁকে তিন বছর অপেক্ষা করতে হয়েছিল৷ ২০১০ এ জিম্বাবোয়ের বিরুদ্ধে ২ টি শতরান করে তিনি নিজের শতরানের খরা শেষ করেছিলেন৷ এরপরের শতরানের জন্য আবার ছিল ৩ বছরের অপেক্ষা৷ অর্থাৎ প্রথম তিনটি শতরান তিনি করেছিলেন ৬ বছরে৷
advertisement
২০১৩ তে মহেন্দ্র সিংধোনির অধিনায়কত্বে রোহিত শর্মা -র খেলা আর কপাল দুই বদলে যায়৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনি তাঁকে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে পাঠান৷ এরপর আর রোহিতকে কখনও পিছনে ফিরে দেখতে হয়নি৷ এরপরেই ক্রিকেট দুনিয়া তাঁর নতুন নাম দেয় ‘হিটম্যান’৷ এই বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি নিজের একদিনেপ কেরিয়ারের তৃতীয় শতরান করেন৷ এরপরের বছর অর্থাৎ ২০১৪ সালে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিশতরান করেন৷
advertisement
রোহিত কলকাতায় এই ম্যাচে ২৬৪ রান করেছিলেন৷ এটা একদিনের ক্রিকেটে কোনও ক্রিকেটারের সর্বোচ্চ রান৷ এরপর একদিনের ক্রিকেটে তিনি আরও দু‘টি দ্বিশতরান করেছেন৷ রোহিত নিজের একদিনের কেরিয়ারে প্রথম ৬ বছরের মাত্র ২ টি শতরান করেছিলেন৷ কিন্তু পরের আট বছরে তিমি ২৭ টি শতরান করেছেন৷ ২২৭ টি ওয়ান ডে তে তিনি ৪৮.৯৬ গড়ে ২৯ টি শতরান ও ৯২০৫ রান করেছেন৷
advertisement
ওয়ান ডে -র পাশাপাশি টেল্টেও তাঁর রেকর্ড লাজবাব৷ তিনি সরাসরি বিশ্বকাপের মঞ্চে এই ফর্ম্যাটে অভিষেক ঘটিয়েছিলেন৷ কিন্তু প্রথম ম্যাচে তিনি ব্যাটিংয়ের সুযোগ পাননি৷ এই টুর্নামেন্টেই যুবরাজ ৬ টি ছক্কা মেরেছিলেন৷ এরপরের ম্যাচে সুযোগ পান রোহিত৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিমি ৫০ রানের চমৎকার ইনিংস খেলেন৷ তিনি এই ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরান করা ক্রিকেটার৷ তিমি ৪ টি শতরান করেছেন৷ আন্তর্জাতিক কেরিয়ারে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান বিরাটের, ২ নম্বরে মার্টিন গাপ্তিল এবং তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা৷ ১১১ ম্যাচে ২৮৬৪ রান করেছেন৷
advertisement
রোহিত নিজের টেস্ট কেরিয়ারের ধামাকা দেখিয়েছেন রোহিত৷ ২০১৩ তে টেস্ট খেলার সুযোগ পান তিনি৷ পরপর ২ টি টেস্টে শতরান করে নিজের পরিচিতি জমান তিনি৷ তবে এরপর টেস্টে তিনি পরের ১৬ টি ইনিংসে ৫০ অবধি করতে পারেননি৷ তবে ২০১৯ বিশ্বকাপে তিনি পাঁচটি শতরান করেছিলেন৷ ২০১৯ এর শেষে ফের একবার তিনি ফর্মে৷ এখনও অবধি তিনটি শতরান ও একটি অর্ধশতরান করেছেন৷ ৩৮ টেস্টে ২৬১৫ রান করেন৷
advertisement
রোহিত আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক তিনি৷ তাঁর অধিনায়কত্বে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন তিনি৷ ২০১৩ থেকে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করেছেন৷ এখন মহেন্দ্র সিং ধোনিকেও এই ক্ষেত্রে পিছনে ফেলে দিয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: বন্ধ দরজার পিছনে এ কেমন নৃত্য! রোহিতের জন্মদিনে সিক্রেটআউট, দেখুন ভিডিও
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement