IPL 2021: রাজস্থান রয়্যালসের ঝাঁ চকচকে জার্সি উদ্বোধন অনুষ্ঠান, রইল মেগা ভিডিও

Last Updated:

রাজস্থান রয়্যালস আইপিএলের ২০২০ মরশুমে বেশ খারাপ খেলেছিল৷ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত এই টুর্নামেন্টে ১৪ ম্যাচের মধ্যে ৬ টি তে জিতেছিল তারা৷

#জয়পুর: রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) আইপিএল ২০২১  (IPL 2021)-র জন্য নিজেদের নতুন জার্সি উদ্বোধন করে ফেলল৷ জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে ঝাঁ চকচকে অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল ঝকঝকে,তকতকে নয়া জার্সি৷ তবে স্টেডিয়ামে জার্সি উদ্বোধনের গালা অনুষ্ঠান হলেও কোনও দর্শক আসার অনুমতি দেওয়া হয়নি করোনা ভাইরাস অতিমারির সংক্রমণের কারণে৷ এই অনুষ্ঠানে জার্সি রিলিজের পাশাপাশি ছিল রাজস্থান তারকাদের থ্রি ডি ছবির প্রোজেকশন৷ দেখে নিন নয়া জার্সি রিলিজের ভিডিও৷
advertisement
এই মরশুমের আইপিএল শুরু হবে শুক্রবার ৯ তারিখ৷ তার আগে অনেক দলই আইপিএলের ১৪ তম মরশুমের জন্য জার্সি সামনে আসছে৷ আইপিএলের (Indian Premier League) এই দলের জার্সি রিলিজে স্বাভাবিকভাবেই নেটিজেনরা উচ্ছ্বসিত৷
advertisement
রাজস্থান রয়্যালস দল এই মুহূর্তে মুম্বইতে রয়েছে৷ সেখানেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে ওয়াংখেড়েতে এপ্রিলের ১২ তারিখ নিজেদের প্রথম ম্যাচ খেলবে৷ সোওয়াই মান সিং স্টেডিয়ামে এবারের আইপিএলের কোনও ম্যাচ খেলা হবে না৷ টুর্নামেন্ট খেলা হবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বই, কলকাতাতে৷ করোনা ভাইরাস অতিমারির কারণে এবারের আইপিএলে একেবারে অন্যরকম ভাবে আয়োজন করা হয়েছে টুর্নামেন্ট৷
advertisement
প্রতিটা দল চারটি করে ভ্যেনুতে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে৷ ৫৬ টি ম্যাচের ১০ টি করে ম্যাচ হবে চেন্নাই, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরুতে৷ আর আহমেদাবাদ ও দিল্লিতে হবে ৮ টি ম্যাচ৷
প্রতিটা দলই নিউট্রাল ভ্যেনুতে খেলা হবে ম্যাচ৷ কোনও দলই হোম ভ্যেনুতে খেলবে না৷ আইপিএল গর্ভনিং কাউন্সিলে-র বৈঠকে এই সিদ্ধান্ত ক্রীড়াসূচি তৈরির সময়েই চূড়ান্ত হয়েছিল৷
advertisement
রাজস্থান রয়্যালস আইপিএলের ২০২০ মরশুমে বেশ খারাপ খেলেছিল৷ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত এই টুর্নামেন্টে ১৪ ম্যাচের মধ্যে ৬ টি তে জিতেছিল তারা৷ যার ফলে গত মরশুমে তারা স্টিভ স্মিথ , সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হয়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: রাজস্থান রয়্যালসের ঝাঁ চকচকে জার্সি উদ্বোধন অনুষ্ঠান, রইল মেগা ভিডিও
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement