পাল্টি! নরেন্দ্র মোদির পিএম কেয়ার্সে নয়, কোভিডের বিরুদ্ধে লড়তে টাকা দেবেন ‘এখানে’
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
১৮০ ডিগ্রি ঘুরে গেলেন অজি স্পিডস্টার, টাকা দেবেন তবে ‘হেথা নয় হেথা নয়, অন্য কোথাও, অন্য কোন খানে’
#কলকাতা: পাল্টি আর বলে কাকে? কলকাতা নাইট রাইডার্সের অজি বোলার দিন কয়েক আগেই ঘোষণা করেছিলেন পিএমকেয়ার্স ফান্ডে ৫০ হাজার ডলারের অনুদান দেবেন৷ যা ভারতীয় মুদ্রায় ৩৭ লক্ষ টাকা৷ কিন্তু এখন তিনি টাকা দেবেন৷ তবে আর নরেন্দ্র মোদির ত্রাণ ভাণ্ডারে নয়৷ ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতের কোভিড পরিস্থিতির সঙ্গে লড়তে বিপুল পরিমাণে টাকা দেওয়ার ঘোষণা করেছে৷ আর প্যাট কামিন্স এবার দেশের বোর্ডের সঙ্গে সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে তাঁর অনুদান দেবেন ইউনিসেফের হাতে৷ ভারতের মানুষ কোভিডের পাশাপাশি হাসপাতালের বেড সংখ্যা কম, অক্সিজেন কম সব প্রতিবর্ত পরিস্থিতির বিরুদ্ধে লড়ছে ৷ এই অবস্থায় প্যাট কামিন্স মানুষের পাশে এসে দাঁড়াতে চান৷
অস্ট্রেলিয়া ভারতের করোনা পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য COVID-19 Crisis Appeal করেছে৷ যার পুরো টাকাটা তারা দিচ্ছে UNICEF-র হাত দিয়ে৷ এবার কামিন্সও সেই পথেই হাঁটছেন৷
Terrific work @CricketAus FYI I ended up allocating my donation to UNICEF Australia's India COVID-19 Crisis Appeal. If you're able to, please join many others in supporting this here https://t.co/SUvGjlGRm8 https://t.co/1c0NE9PFdO
— Pat Cummins (@patcummins30) May 3, 2021
advertisement
advertisement
এর আগে ২৬ এপ্রিল দারুণ ঘোষণা করেছিলেন ৷ ভারতের অত্যন্ত সংকটজনক করোনা পরিস্থিতিতে লড়াই করার জন্য ৫০ হাজার ডলার অনুদান দেবেন বলেছিলেন পিএম কেয়ার্স ফান্ডে৷ তিনি Kolkata Knight Riders-র ফাস্ট বোলার৷ তিনিই এবারের আইপিএলে (IPL 2021) খেলা প্রথম ক্রিকেটার যিনি এইভাবে করোনা যুদ্ধে অনুদান দিলেন৷ প্যাট কামিন্স (Pat Cummins ) নিজের বিবৃতিতে জানিয়েছেন তাঁর অনুদান হয়তো খুব সামাণ্য৷ তবু এটা হয়ত কাউকে সামাণ্য হলেও সাহায্য করবে৷
advertisement
কামিন্স তখন লিখেছিলেন, ‘‘ আমি আমার সতীর্থ আইপিএল প্লেয়ারদের উৎসাহিত করছি তার সঙ্গে পৃথিবীর অন্য প্রান্তের যে কেউ যে ভারতের উদারতা ও মহানুভবতাকে মানেন তাঁরাও অনুদান দিতে পারেন৷ আমি ৫০ হাজার ডলার দিয়ে শুরু করলাম৷
আইপিএলে ২০২০ -র নিলামে বিশাল পরিমাণ ১৫ কোটি টাকা দিয়ে প্যাট কামিন্সকে কিনে নিয়েছিল কেকেআর৷ তিনি জানিয়েছেন আবেগকে এবার কার্যকারী রূপ দেওয়ার সময় এসে গেছে৷ এবার অন্যদের সাহায্য করার সময়৷
advertisement
তিনি আরও জানিয়েছেন, ‘‘এক একটা সময়ে নিজেদের হাত পা বাঁধা মনে হচ্ছে৷ আমার বিভিন্ন সময়েই সেটা মনে হয়েছে৷ কিন্তু আমি আশা করছি সকলের কাছে আমার এই আবেদন যে এবার নিজেদের আবেগকে নিয়ন্ত্রিত না করে কার্যকরী যোগদান করুন৷ এটা কারোর জন্য পার্থক্য তৈরি করে দেবে৷
view commentsLocation :
First Published :
May 03, 2021 8:32 PM IST