IPL 2021: CSK vs RCB: ব্যাট-বল হাতে তুখোড় রবীন্দ্র জাদেজা, বিরাটদের সরিয়ে এক নম্বরে ধোনির দল

Last Updated:

তুফানি রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) আইপিএলে টানা চার ম্যাচ জয় CSK-র৷

CSK tops points table for first time in IPL 2021 -Photo Courtesy- CSK/ Twitter
CSK tops points table for first time in IPL 2021 -Photo Courtesy- CSK/ Twitter
#মুম্বই:  ব্যাট হাতে ঝড় তুলেছিলেন আর বল হাতে গুঁড়িয়ে দিলেন৷ একা রবীন্দ্র জাদেজাই রক্ষে রাখলেন না বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের৷ আর তাঁর দারুণ পারফরম্যান্সের সুবাদে এবারের আইপিএলে প্রথমবারের জন্য পয়েন্ট টেবলের এক নম্বরে উঠে এল চেন্নাই সুপার কিংস৷ এদিনের ম্যাচে তারা জিতল  ৬৯ রানে৷
জয়ের জন্য দরকার ১৯২ করতে নেমে শুরু থেকেই একেবার শ্রীহীণ ছিল টেবলের ফার্স্ট বয়রা৷ অধিনায়ক কোহলি ৮ রানে আউট হয়ে যান৷ টম কারান তাঁকে আউট করে দেন৷ অপর ওপেনার দেবদত্ত পাডিক্কাল ১৫ বলে ৩৪ করেন৷ তাঁর উইকেট নিয়েছিলেন শার্দুল ঠাকুর৷ এরপর থেকে প্রায় পুরোটাই রবীন্দ্র জাদেজা শো৷ তিনি ওয়াশিংটন সুন্দর, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্সকে তুলে নেন৷ রান আউট করেন ড্যান ক্রিস্টিয়ানকে৷
advertisement
advertisement
জাদেজা ছাড়া বল হাতে ইমরান তাহির দায়িত্ব নিয়ে বেঙ্গালুরুর লেজকে আউট করে দেন৷
advertisement
রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে  টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিএসকে৷ এদিন ২০ ওভারে ৪ উইকেটে ১৯১ রান করে৷ দলের হয়ে সর্বোচ্চ রান রবীন্দ্র জাদেজার৷ তিনি ২৮ বলে ৬২ করেন৷
advertisement
ফ্যাফ ডু প্লেসি করেন অর্ধশতরান৷ ডুপ্লেসি-র ইনিংস সাজানো ৫ টি চার ও ১ টি ছয় দিয়ে৷
advertisement
এদিন শুরুটা ভালোই করেছিল চেন্নাইয়ের দল৷ কিন্তু ঋতুরাজ ও ডুপ্লেসি আউট হতেই হঠাৎ খেলা একটু স্লো হয়ে যায়৷ সুরেশ রায়না ১৮ বলে ২৪ করলেও বড় ইনিংস করতে পারেননি৷ অম্বাতি রায়ডু-র ফ্লপ শো৷
advertisement
জয়ের ছন্দে ছিল লিগ টেবলের ফার্স্ট বয় ও সেকেন্ড বয়, তবুও দক্ষিণী ডার্বিতে নিজেদের দলে বদল আনল সিএসকে এবং আরসিবি৷ দেখে নিন দুই দলের প্রথম একাদশ কেমন হল৷
advertisement
তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আর বিরাট কোহলির অধিনায়কত্বে খেলা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB vs CSK)  আইপিএল ১৪ (IPL 2021)- ১৯ তম ম্যাচে মুখোমুখি হয়েছে৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে এই ম্যাচ৷ মেগা ম্যাচের টসে জিতে প্রথমে ব্যাটিংয়েক সিদ্ধান্ত  নিল সিএসকে   ৷
দেখে নিন মেগা ম্যাচের টসের ভিডিও৷
একদিকে যেখানে বিরাট কোহলি (Virat Kohli) অন্যদিকে সেখানে বিদগ্ধ মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ৷  আরসিবি এই মরশুমে এখনও অবধি একটি ম্যাচেও হারেনি৷ অন্যদিকে সিএসকে হার দিয়ে মরশুম শুরু করলেও লাগাতার তিনটি ম্যাচ জিতেছে৷ প্রথম ম্যাচের হারের ধাক্কা থেকে কার্যত একেবারে নিজেদের বদলে নিয়েছে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস৷ অন্যদিকে আরসিবি নিজেদের পঞ্চম ম্যাচ জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে৷
এখন বিরাটের লক্ষ্য রবিবাসরীয় ওয়াংখেড়েতে ৫ জয় দাখিল করা৷ ধোনির দল লাগাতার চতুর্থ জয় দাখিল করতে নামবে৷ এর আগে ২০১৫ তে রাজস্থান রয়্যালস লাগাতার পাঁচ ম্যাচ জয়ের নজির করেছিল৷ আরসিবি এবার সেই কাজই করতে চাইছে৷
এদিনের ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর আইপিএল লিগ টেবলের এক বনাম দু’নম্বরের ৷ তাই এই ম্যাচ যদি আরসিবি জেতে তাহলে তারা এক নম্বর জায়গায় আরও জাঁকিয়ে বসবে আর যদি চেন্নাই জেতে তাহলে তারা টানা চার ম্যাচ জিতে আইপিএলে জোরালো জায়গায় ফিরতে পারবে৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: CSK vs RCB: ব্যাট-বল হাতে তুখোড় রবীন্দ্র জাদেজা, বিরাটদের সরিয়ে এক নম্বরে ধোনির দল
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement